'$$శి প্রেমিক-গুরু প্রেম ক'রে রাখালের সনে, অামায় ফিরিতে হবে বনে, ভুজঙ্গ কণ্টক পথ মাঝে ( সখি আমার যেতে যে হবে গো, রাই ব’লে বাজিলে বাশী ) সখি ! যখন কানুর নব অনুরাগ আমার নিৰ্ম্মল হৃদয়ে দাগ দিল, তখন একবার মনে মনে বিচার করিয়া দেখিলাম, আমার বধুর জন্য যাহা যাহা করিতে হইবে । সেই পাছের কাজগুলি অাগেই ভাবিয়া স্থির করিলাম। সখি, আমি ত মুখের জন্ত শু্যামের সঙ্গে প্রেম করি নাই, যদি সুখের লালসায় প্রেম করিতাম, তাহা হইলে রাখালের সঙ্গে প্রেম করিব কেন ? আমি যে দিন কামুর সহিত প্রেম করিয়াছি, সেই দিন হইতে দুঃখকে মাথার ভূষণ করিয়াছি। রাখলের সঙ্গে প্রেম করিয়া আমাকে যে বনে বনে ফিরিতে হইবে, আমি তখনই তাহ জানিতাম । বন-পথ যে কণ্টকময়, বনে যে ভীষণ ভুজঙ্গ আছে, আঁধার রজনীতে পথ চলিতে চলিতে যে ভুজঙ্গের মাথায় পা দিতে পারি, পঙ্কের খাদে পড়িতে পারি, এ সকলই ত আমি জানিতাম। সখি, আমি আরও জানিতাম যে, "রাই বলে, রাণী বাজিলে আমাকে যেতেই হবে । তাই— অঙ্গনে ঢালিয়৷ জল, করিয়া অতি পিছল, চলাচল তাহাতে করিতাম । (সখি ! আমায় চলতে যে হবে গো, বঁধুর লাগি পিছল পথে ) সখি ! বর্ষার মাধার রজনীতে যখন মুষলধারে বারিবর্ষণ হইবে, যখন দুর্দাস্ত ঝঞ্জাবাতাসে যমুনার হৃদয়ে প্রবল তরঙ্গ উঠিবে, নিবিড় অন্ধকার-বিদ্যুতের বিকটহাসি ভিন্ন আর কোন আলোকের রেখাও দেখা যাইবে না, বঞ্জের বিকট গর্জনে যখন পুথিবী কঁাপিয়া উঠিবে সেই দুৰ্য্যোগের রাত্রিতে যদি শুনিতে পাই বনের মাঝে আমার নাম ধরিয়া বঁাশী বাজিতেছে, তাহা হইলে আর কি আমি ঘরে থাকিতে পারিব ? সেই
পাতা:প্রেমিক গুরু.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।