S AAAA S AAAAA AAAAMAAA AAAA SAAAAA AAAASAAAA প্রেম-ভক্তি J. రి" MA AMAAA AAAAA MMMAeeASAMAMeAMAAA AAAA AAAA SAS ঘোর রজনীতে আমাকে নীরাপদ গৃহাশ্রয় ত্যাগ করিয়া বঁধু যে পথে ভাকিতেছেন, সেই পথে চলিতে হইবে—এ কথা যে আমি আগেই ভাবিয়াছিলাম। তাই আঙ্গিনায় জল ঢালিয়া পিছল করিয়া, সেই পিছল পথে চলিতে শিখিতাম ; যেন অণধার রাত্রিতে বর্ষার পিছলে পথ চলিতে পদস্থলিত হইয়া পড়িয়া না যাই । তাই সখি— হইলে অণধার রাতি পথ মাঝে কাটাপতি গতাগতি করিয়ে শিখিতাম | ( সদাই আমায় ফিরিতে যে হবে গো, কত কণ্টক কানন মাঝে } এনে বিষ-বৈদ্যগণে বসিয়ে নির্জন স্থানে তন্ত্ৰ-মন্ত্র শিখেছিলাম কত । ( ভুজঙ্গ দমন লাগি গো ) সখি ! আমার এই কৃষ্ণপ্রেমের কত না শত্ৰু, বঁধুর উদেশে চলিবার পথে তাহারা ভূজঙ্গরূপ ধরিয়া থাকে । কি জানি, কোন সুযোগে দংশন করিবে, বিষে জর জর হইয়া অঙ্গ অচল হইলে আরতো আমি প্রাণনাথের আহবানে যাইতে পারিব না । তাই বিষবৈদ্যগণকে ডাকিয়া নির্জনস্থানে কত সাধনা করিয়া ভূজঙ্গ দমনের তন্ত্ৰ-মন্ত্র অভ্যাস করিয়াছিলাম। কিন্তু— বধুর লাগি কৈলাম যত, এক মুখে কহিব কত, হতবিধি সব কৈল হত ॥ ( হয় । সে সব বৃথা যে হ’ল গো, সখি আমার করম দোষে ) বধুর জন্ত আমি কি করিয়াছি, কিইবা না করিয়াছি, কিন্তু তবু আমার কৰ্ম্ম-দোষে সকলই বিফল হইল । হতবিধি আমার এত আয়োজন হত করিল। আবার ক্ষণ পরেই বলিয়া উঠিলেন,— - না না সখি, এ আমার পাগলের প্রলাপ | বধুর জন্ত আমি যে এতদুঃখ সহিয়াছি, সে কি আমার দুঃখ ? সে যদি দুঃখ হইবে, তবে জগতে حساح با
পাতা:প্রেমিক গুরু.djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।