ఉరి8 প্রেমিক-গুরু f SAMAAA AAAAS AA SAAS সেবা করিবে । মনোময় দেহে আশ্রিত নিত্য সর্থীর ন্যায় তাহা তাহাদের চরণসেবন, চামরব্যজন, মালাগ্রন্থন, শয্যরচনা এবং শৃঙ্গাররসাত্মক মিলনাদি করিবে। সৰ্ব্বদা সেবা পরিচর্য্যা করিতে হইবে। প্রতিদিন, মাস, তিথ্যনুসারে ব্রজলীলার অনুকরণে লীলাদি সম্পন্ন করিবে । ইহা কেবল মনদ্বারা ধোয় নহে, মনশ্চেষ্টা ও ইন্দ্রিয়চেষ্টা এই উভয়বিধা গোপ্যমুগতিময়ী ভক্তিদ্বারা সেব্য। এই কারণে শুরু-কৃপা প্রাপ্ত ভক্ত, গোপীজলোচিত ভাব ও ইন্দ্রিয়চেষ্টা দ্বারা রাধাকৃষ্ণের যুগলসেবা করিবে । এইরূপ সাধনায় ক্রমশঃ সাধকের মনোময় সিদ্ধদেহ পরিপুষ্ট হইয়া থাকে। অস্তশ্চিন্তিতাভীষ্ট তৎসাক্ষাৎ-সেবোপযোগী দেহ, অর্থাৎ—স্বাভীষ্ট গোপীমূৰ্ত্তির নিরন্তর পরিচিস্তনে সাধকের হৃদয় মধ্যে, তৎস্বরূপ যে চিন্তাময়ী মুৰ্বির উদয় হয়, তাহাই সিদ্ধ গোপীদেহ । এই সিদ্ধদেহের সঞ্চার না হইলে, ভক্ত রাধাকৃষ্ণের সাক্ষাৎকার লাভে সমর্থ হয় না, তাহাদিগের সাক্ষাৎসেবারও অধিকারী হয় না । অতএব ভক্তের প্রথমতঃ সিদ্ধদেহ লাভের জন্তই চেষ্টা করিতে হইবে । সুতরাং বাহাসক্তি পরিত্যাগ করিয়া নিত্যব্ৰজলোকে-শ্রীরূপমঞ্জরী প্রভৃতি নিত্যসর্থীর ন্যায় সাক্ষাৎ শ্ৰীবৃন্দাবনস্থ ফল-পুষ্প-পত্র-শয্যাসনাদি দ্বারা রাধাকৃষ্ণের সেবা করিবে । প্রথমতঃ গোপীভাবলিঙ্গ ভক্ত মনে মনে গোপীমূর্তির কল্পনা করিয়৷ নিয়ত তাহারই অনুধ্যানে কালাতিপাত করিবেন, সৰ্ব্বদা তাহার সাক্ষাৎ কৃপা প্রার্থনা করিবেন । ভক্তের ইষ্টচিস্তা বলবতী হইলে স্বাভীষ্ট গোপীমূৰ্ত্তির স্ফৰ্ত্তি হইবে। তাহার অতুলনীয় রূপমাধুরী-দর্শনে সাধক আত্মহারা হইবেন। স্বতঃই গ্রহাবিষ্ট্রের স্তায় তাহার মূৰ্ত্তিচিস্তনে সৰ্ব্বদ তন্ময় থাকিবেন। এই গোপীমূৰ্ত্তির নিয়ত অনুধ্যান হইতে সাধকের হৃদয়মধ্যে, অভিনব মূৰ্ত্তির সঞ্চার হইবে, সিদ্ধগোপীদেহের উদয় হইবে। ইহা প্রত্যক্ষ বিজ্ঞান সন্মত । কেননা— što
পাতা:প্রেমিক গুরু.djvu/১৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।