প্রেম-ভক্তি 8లి কেবল ইন্দ্রিয়সুখ-দাতৃজ্ঞানে পরস্পর আসক্ত হইয়া, কামানলে আত্মাহুতি প্রদান করে—নরকের পথ প্রসারিত করে। ইহাতে জীবের সর্বনাশ সংঘটিত হয়—আধ্যাত্মিক ঐ নষ্ট হয় এবং দেহ-মন অকৰ্ম্মণ্য এবং ভক্তি বিনষ্ট হয়। অতএব নায়িকা-নিষ্ঠ ভক্ত সংযত হইয়া সাধক-গোপীর সেবা করিবেন । কিরূপে সেবা করিতে হইবে ?— স্নান যে করিব, জল না ছুইব, এলাইয়া মাথার কেশ । সমুদ্রে পশিব, নীরে না তিতিব, নাহি দুঃখ শোক ক্লেশ । রজনী দিবসে, হব পরবশে, স্বপনে রাখিব লেহা । #" একত্র থাকিব, নাহি পরশিব, ভাবিনী ভাবের দেহা । তবে র্যাহারা রামানন্দ রায়ের দ্যায় সংযত, প্রেমের সাধনায় কামভস্মীভূত করিয়াছেন, তাহারা নায়িকা সঙ্গে যথেচ্ছভাবে ব্যবহার করিতে পরিবেন । রামাননী রায়— এক দেবদাসী আর সুন্দর তরণী । তার সব অঙ্গসেবা করেন আপনি ॥ স্নানাদি করায় পরায় বাস বিভূষণ । গুহ অঙ্গ হয় তার দর্শন স্পর্শন ৷ তবু নিৰ্ব্বিকার রায় রামানদের মন । নানাভাবোদগম তাৱে করায় শিক্ষণ ॥ নিৰ্ব্বিকার দেহমন কাষ্ঠ পাষাণ সম । আশ্চৰ্য্য তরণী স্পশে নিৰ্ব্বিকার মন ॥
পাতা:প্রেমিক গুরু.djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।