X88 প্রেমিক-গুরু এইরূপে সেবা করিয়াও ইন্দ্রিয়বিকারে কিঞ্চিম্মাত্র চঞ্চল হইতেন না । সেইরূপ নিৰ্ব্বিকারভক্ত যথেচ্ছভাবে আশ্রিত সাধক-গোপীর সেবা করিতে পারেন। আর যাহারা— রস পরিপাটী, সুবর্ণের ঘটী, সম্মুখে পূরিয়া রাখে। . f থাইতে থাইতে, পেট না ভরিবে, তাহাতে ডুবিয়া থাকে ॥ সেই রস পান, রজনী দিবসে, অঞ্জলি পুরিয়া খায়। খরচ করিলে, দ্বিগুণ বাড়য়ে, উছলিয়া বহি যায় ॥ এইরূপে প্রেমময়ভাবে সম্ভোগ করিতে পারেন, তাহার শৃঙ্গারাদি দ্বারাও গোপীর সেবা-পরিচর্য্যা করিবেন । যাহারা সাধক-গোপীর সহিত শৃঙ্গার, রসাত্মকসাধনাবলম্বনে শুক্রের অধোম্রোত রুদ্ধ করিতে পারিয়াছেন, তাহার রতি-রসে মত্ত হইলেও ক্ষতির কারণ হয় না । কিন্তু তাহ সাধন-সাপেক্ষ ; পাঠক ! আমি “জ্ঞানীগুরু” গ্রন্থের সাধন কল্পে, “নাদবিন্দু যোগ” শীর্ষক প্রবন্ধে যে সাধন-প্রণালী ব্যক্ত করিয়াছি, তাতার নাম বিন্দু সাধন। কিন্তু এই— “শৃঙ্গার-সাধন” সেরূপ নহে, ইহা শুক্র-পরিপাকরূপ ধাতব সাধনের তাপ-প্রয়োগ মাত্র। যেরূপ ইক্ষুরস অগ্নি সন্তাপে ক্রমশঃ গাঢ় হইয় গুড় শর্করাদি অবস্থা অতিক্রম পূর্বক অবশেষে নিৰ্ম্মল এবং গাঢ়তম গুলার পরিণত হয়, সেইরূপ চরমধাতুও শৃঙ্গারের প্রেম সন্তাপে ক্রমশঃ গাঢ় ও কাম-সম্বন্ধ শূন্ত হইয়
পাতা:প্রেমিক গুরু.djvu/১৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।