পাতা:প্রেমিক গুরু.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S(te প্রেমিক-গুরু সহজ ভাবে সহজ প্রেম-রসের আস্বাদন সিদ্ধাভক্তের সিদ্ধদশার সহজ সাধন । এইহেতু নায়ক নায়িকার-শৃঙ্গার সাধনকে “সহজ ভক্তন” বলে। স্বভাবানুগত সাধনকে “সহজ সাধম” বলা যাইতে পারে। একজন ভোগ ভালবাসে, তাহাকে যোগপস্থা প্রদান করিলে, তাহার স্বভাব-বিরুদ্ধ হয়, কিন্তু ভোগের ভিতর দিয়া যোগপথে উন্নীত করিতে পারিলেই তাহা স্বভাবানুগত হওয়ায় “সহজ’’ আখ্যা প্রাপ্ত श्म्र । শ্ৰীকৃষ্ণ মানুষ, প্রাকৃত নর নারীও মানুষ; কিন্তু প্রাকৃত নরনারী যেরূপ মায়ারগুণরাগে রঞ্জিত বিকৃত মানুষ, শ্ৰীকৃষ্ণ সেরূপ বিকৃত মানুষ নহেন ; তিনি শুদ্ধ ও নিত্য-মানুষমণ্ডলীরও আরাধ্য স্বতঃসিদ্ধ মানুষ । তাই র্তাহাকে সহজমানুষ বলিয়া আখ্যা দেওয়া হয়। আদি পুরুষ শ্ৰীকৃষ্ণ সহজ মানুষ,তদীয় নিত্য-পারিষদ গোপ-গোপীগণও সহজ মানুষ। মানুষধাম নিত্য-বৃন্দাবনে সহজমানুষ শ্ৰীকৃষ্ণ সহজমানুষ গোপ-গোপীগণের সহজপ্রেমে চির-ঋণী হইয়া, তাহাদিগের সহিত নিত্য মামুষলীলা করিতেছেন । চণ্ডীদাস লিথিয়াছেন ;– গোলক উপর, মানুষ বসতি, তাহার উপর নাই । মাচুর্য ভাবেতে, বসতি করিলে, তবে সে মানুষ পাই ॥ এই মানুষধামের মামুষলীলায় মানুষব্যতিরেকে আর কাহারও অধিকার নাই । র্যাহারা মানুষের অনুগত হইয়া, নিয়ত মানুষাচার করেন, কেবল র্তাহারাই মানুষ হইয়া, এই মামুয লীলার অধিকারী হন । সহজ মানুষ শ্ৰীকৃষ্ণ মানুষরূপে মানুষমন্ত্র প্রদান করেন,মানুষরূপে মানুষাচার শিক্ষণদেন, আবার মানুষরূপে মনপ্রাণ হরণ করেন । তাই প্রাকৃতমানুষ সহজমানুষের