( , ) বচন-রচনে প্রতারিত হইবার আশঙ্কা থাকিবে না । এই স্কন্ধে শঙ্কর, গৌরাঙ্গ প্রভৃতি অবতারগণ ও তাহাদিগের ধৰ্ম্ম-মতের সামঞ্জস্তসম্বন্ধেও বিশেষভাবে আলোচনা করা হইয়াছে। পরিশেষে উজ্জলাখ মধুর-ভক্তিরস সাধন-পিপাস্থ ভক্তগণের নিকট নিবেদন এই যে, কলিকালের মানবগণ স্বভাবতঃ দুৰ্ব্বল, পক্ষাস্তরে ইহার সাধনও সাতিশয় দুষ্কর ৷ এইহেতু চণ্ডীদাসাদি বীর ভক্তের ন্যায় পরকীয়া রমণীর সহিত কঠোরসাধনে অগ্রসর না হইয়া শ্ৰীজয়দেবের স্তায় স্বকীয় ধৰ্ম্মপত্নীর সহিত কণমামুগা-সাধন কৰ্ত্তব্য । শাস্ত্রেও তাহার ব্যবস্থা আছে । ኞoሽ ዴ-– শেষতত্ত্বং মহেশানি নিববীৰ্য্যে প্রবল কলে । স্বকীয়া কেবল জ্ঞেয়ু সৰ্ব্বদোষবিবজ্জিতা ॥ --মহানিৰ্ব্বাণ তন্ত্র । " অতএব যদি কেহ মূঢ়তা বশতঃ পরকীয়া রমণীতে অনুরক্ত হইয়া, প্রকৃত সাধনে অসমর্থ হয়, তাহা হইলে তাহাকে অবশ্ব রৌরবের অন্ধকারময় গর্ভে প্রবেশ করিতে হইবে । এই সমস্ত বিবেচনা করিয়া, সাধক মাত্রেরই স্বকীয় ধৰ্ম্মপত্নীর সহিত কুল ও রস-সাধনে দীক্ষিত হওয়া বিধেয় । পাঠক ! গ্রন্থ মধ্যে বহু অপ্রচলিত শব্দ ও দুরূহতত্ত্ব নিবদ্ধ হইয়াছে, সুতরাং ভ্রম-প্রমাদ অবশ্যম্ভাবী। মরালধৰ্ম্মাতুসরণকারী সাধকগণ ভাষাগত ও বর্ণাশুদ্ধি প্রভৃতি দোষাংশ পরিত্যাগ করিয়া প্রেম ভক্তির কিঞ্চিৎ মাধুৰ্য্যও অনুভব করিলে শ্রম সফল জ্ঞান করিব। কিমধিক বিস্তারেণ ঃ– d ( শ্ৰীগৌরাঙ্গ-সেবাশ্রম, | ভক্তপদারবিন্দ-ভিক্ষু —* s ৮ই আগ্রহায়ণ, রাসপূর্ণিমা । | দীন—নিগমানন্দ ১৩১৯ বঙ্গাব্দ । づ 聽
পাতা:প্রেমিক গুরু.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।