পাতা:প্রেমিক গুরু.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$(t8 প্রেমিক-গুরু আসক্তি জন্মিলে, তাহারা পরস্পরকে কোন এক অতুলনীয় সুমধুর পদার্থ বলিয়া অনুভব করেন; প্রিয়জনের দোষ গুণ' বলিয়া উপলব্ধি করেন। এই অবস্থায় তাহারা কুলধৰ্ম্মলজ্জাধৈর্য্যাদি সমুদায় ভুলিয়া পরস্পরের ভজন করেন--প্রিয়জনের সুখ-সাধনের জন্ত সকল প্রকার আত্ম-সুখ বিসর্জন করেন । এইরূপ অত্যাসক্ত নায়ক-নায়িকার কালক্রমে প্রীতির সঞ্চার হয় । ইহাই গোপিকানিষ্ঠ সমর্থীরতি ; জাতরতি নায়ক-নায়িকা, পরস্পরকে মূৰ্ত্তিমান আনন্দ বলিয়া অনুভব করেন, পরস্পরের স্মরণ-মননে আনন্দসাগরে নিমগ্ন হন । এই অবস্থায় তাহাদিগের দেহেন্দ্রিয়সুখ যেন পরস্পরের দেহেন্দ্রিয়-সুখের সহিত মিলিয়া যায় ; অথচ উভয়েই, নিয়ত উভয়ের মুখ সম্পাদনে রত থাকিয়া, প্রিয়জন হইতে কোটিগুণ মুখ উপ ভোগ করেন । এই প্রীতিই, তাহাদিগের প্রেম-বিলাসে ক্রমশঃ পরিপুষ্ট হইয়া, পরিণামে প্রেমস্বরূপে পর্য্যবসিত হয়। শাস্ত্রেও তাহ উক্ত আছে । १श्वt ६ আদে শ্রদ্ধা ততঃ সাধুসঙ্গোইথ ভজনক্রিয়া, ততোহনৰ্থনিবৃত্তিঃ স্তাত্ততে নিষ্ঠ রুচিস্ততঃ। অথাসক্তিস্ততে ভাবস্ততঃ প্রেমাভু্যদঞ্চতি, সাধকানাময়ং প্রেশ্নঃ প্রাচুর্ভাবে ভবেৎ ক্রমঃ ॥ —ভক্তিরসামৃতসিন্ধু । রাগানুগীয় শ্রদ্ধাবান সাধকদম্পতির ভক্তিই, সাধনার এইরূপ ক্রমানুসারে পরিপুষ্ট হইয়া, গোপিকনিষ্ঠ নিৰ্ম্মল প্রেমে পৰ্য্যবসিত হয়। অঙ্গারে শর্কর অাছে, অথচ উহা শত ধৌত হইলেও শর্করায় পরিণত হয় না । কিন্তু বৈজ্ঞানিক উপায়ে অঙ্গার পরিষ্কৃত হইলে, উহা পরিশেষে মিষ্টতম শর্করায় পৰ্য্যবসিত হইতে পারে। সেইরূপ প্রাক্কতনর-নারীর কলুষময়