প্রেম-ভক্তি >22 শৃঙ্গারে ও পঙ্কিল কামে ভগবানের প্রেমানন্দাস্বাদ থাকিলেও, তাহার উহার অনুভব করিতে পারে না, কাজেই কদাপি তাহারা ভগবৎ-প্রেম লাভ করিতে সক্ষম হয় না ; কেবল এক মাত্র, প্রেমিকদম্পতীর গুরূপদিষ্ট শৃঙ্গার-রসাত্মক সাধনভক্তিবলে প্রেমলাভ হইয়া থাকে। এই প্রেম পরিপাক দশায় স্বকীয় উজ্জ্বল প্রেমরসবৃত্তি প্রকাশ করে। সাধকদম্পতী ইহার প্রভাবে শ্ৰীকৃষ্ণস্বরূপের অনুভব করেন, র্তাহার উজ্জ্বলপ্রেমরস আস্বাদন করেন । এই সময়ে তাহাদিগের মনশ্চিস্তিতাভীষ্ট গোপীই, সিদ্ধদেহরূপে আত্মপ্রকাশ করেন। সুতরাং তাহারা বাহিরে মায়াময়স্বরূপে বর্তমান থাকিলেও, অভ্যস্তরে গোপীস্বরূপ প্রাপ্ত হন । ইহা মায়াময়দেহ হইতে ভিন্ন হইয়াও অভিন্ন । তাহাদিগের চিত্তগত ভাবের পরিপাকানুসারে, যেরূপ ক্রমশঃ সিদ্ধগোপীদেহ পুষ্ট হয়, সেইরূপ ক্রমশঃ মায়াময় দেহেরও অবসান ঘটে । পরিশেষে মায়িক দেহের অবসানে, সাধকদম্পতি কেবল আনন্দঘনম্বরূপে বিরাজ করেন । এই সাধনলভ্যগোপীদেহ গুণময়ী মুক্তিবিশেষ নহে, উহা আনন্দঘন বিগ্রহ। জড়দেহের যেমন স্বগত ভেদ আছে, চিদানন্দঘল-বিগ্রহের সেরূপ স্বগত ভেদ নাই । সাধকের হৃদয়াভ্যস্তরস্থ গোপীদেহ, জড়মূৰ্ত্তির ন্তায় ভিন্ন ভিন্ন বৃত্তিসম্পন্ন ও ভিন্ন ভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিশিষ্ট নহে, উহা সৰ্ব্বেন্দ্রিয়বৃত্তি-সম্পন্ন ও স্বগত ভেদবর্জিত কেবলানন্দময়ীমূৰ্ত্তি । * এই কারণে গোপী-কৃষ্ণের সম্মিলন প্রাকৃত নর-নারীর সম্মিলন নহে, উহা সৰ্ব্বাঙ্গীন সম্ভোগ। সাধকদম্পতি এইরূপ গোপীদেহ লাভ করিলে আপনাদিগকে কেবল আনন্দময়ী কৃষ্ণপ্রিয়া বলিয়াই অনুভব করেন, নচেৎ কোন অভিনব দেহধারী বলিয়া প্রতীতি করেন না । ফলতঃ জাতরতিভক্ত গোপীজনোচিত মনোবৃত্তি S DDD DD BBBBBDDS L S DDDDDDBBBBBBBBBS BBD C স্বগতভেদবিবর্জিতাঞ্জt” গোপীস্বরপও তজপ । SAASAASAASAA AAAA AAAA AAAA AAAAMMAAA AAAA AAAASASASS SSSS
পাতা:প্রেমিক গুরু.djvu/১৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।