পাতা:প্রেমিক গুরু.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3(tు প্রেমিক-গুরু SAMMAAA AAAA SAAAAA AAAA SAAAAAM MAM AAAA S সমূহ লাভ করেন, গোপীজনের স্তায় সৰ্ব্বাঙ্গীন সম্ভোগরসাভাস উপলব্ধি করেন। তাই, তিনি গোপী । এতদ্ব্যতিরেকে ভক্তহৃদয়ে কোন পরিচ্ছিন্ন মুক্তিবিশেষ উদিত হয় না । জাতরতি রসিক-দম্পতি, যেরূপ স্ব স্ব আত্মস্বরূপকে নবগোগী বলিয়া উপলব্ধি করেন, তদ্রুপ পরস্পরকেও প্রেমানন্দময়ী গোপী বলিয়া অনুভব করেন। তাহার পরম্পরের গোপীজনোচিত ভাব-চেষ্টা-মুদ্রা দেখিয়া উভয়ে, উভয়কে নিত্যসিদ্ধ সখী বলিয়া নিরূপণ করেন । র্তাহাদিগের চিত্তগত ভাব, প্রেমবিলাসে ক্রমশঃ পুষ্ট হইয়া, উজ্জ্বলাথ্য প্রেমস্বরূপে পৰ্য্যবসিত হয়। এইরূপ প্রেমোদয় হইলে, যখন র্তাহাদিগের সিদ্ধগোপীদেহ সম্যক পরিপুষ্ট হয়—উন্মুখ-ধোবন কাস্তার স্তায় পতি-সংসর্গের যোগ্যতা জন্মে, তখনই তাহাদিগের সেই প্রেমপুণ্ঠদেহে স্নেহ, মান, প্রণয়, রাগ, অমুরাণ, মহাভাব প্রভৃতি উজ্জলরসাত্মক প্রেমবিলাসের সঞ্চার হইতে আরম্ভ হয় । চিচ্ছক্তি এই সময়ে তাহাদিগের প্রেমনেত্রসম্মুখে শ্রীকৃষ্ণের মহাস্ত: পুরের দ্বার উদঘাটিত করেন—তহাদিগকে সমগ্র বৃন্দাবনের সম্পদ প্রদান করেন । অতএব উজ্জ্বলপ্রেমের অধিকারী হইলেই ভক্ত সিদ্ধিলাভ করেন -- শ্ৰীগোপীরূপে শ্ৰীবৃন্দাবনে প্রবেশ করেন । তথায় স্বকীয় গুরুরূপ নিত্যসর্থীর সহিত অভিন্ন হন, তখন স্বয়ং পিত্যসর্থী হইয়া খ্রীরাধাকৃষ্ণলীলারসে চিরনিমগ্ন হন। যথা :– রাধায়। ভবতশ্চ চিত্তজতুন স্বেদৈবিলাপ্য ক্রমাদ । যুঞ্জম্নর্দ্রিনিকুঞ্জকুঞ্জরপতে নিধু তভেদভ্রমং । চিত্রায় স্বয়মস্বরঞ্জয়দিহ ব্ৰহ্মাণ্ডহর্ম্যোদরে ভূয়োভিৰ্নবরাগাহদুলভৱৈঃ শৃঙ্গার কারুকুতিঃ ॥ —উজ্জ্বলনীলমণি ।