পাতা:প্রেমিক গুরু.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

62म-छब्लिक >\> আলেককে চিনেছে যেই । * তিন লোকের ঠাকুর সেই ॥ “সহজ” মানুষের লক্ষণ, তিনি “অটুট” হইয়া থাকেন—অর্থাৎ রমণীয় সঙ্গে সৰ্ব্বদা থাকিলেও তাহার কখনও কাম ভাবে ধৈর্যাচুতি হয় না— অটল শুক্র রমণীর ভাব-তরঙ্গে টলিয় পড়েনা । তাই তাহারা বলে, “রমণীর সঙ্গে থাকে না করে রমণ ।” সংসারে কামকাঞ্চনের ভিতর অনাসক্তভাবে না থাকিতে পারিলে, সাধক, আধ্যাত্মিক উন্নতিলাভ করিতে পারেনা। সেইজন্য ইহারা উপদেশ দিয়া থাকে ষে— রাধুনী হইবি, ব্যঞ্জন বাটিবি, হাড়ি না ছুইবি তায় । সাপের মুখেতে, ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তায় ॥ অমিয় সাগরে, সিনান করিবি, কেশ না ভিজিবে তায় । মাকড়সার জালে হাতীরে বাধিবি; পারিতি মিলিবে তায় ॥ ইহাদিগের ভিতরেও সাধকদিগের উচ্চাবচ শ্রেণীর কথা আছে। ممحس-ج f }ة আউল বাউল দরবেশ সাই । সাইয়ের পরে আর নাই ॥ এই সম্প্রদায়ের লোক সিদ্ধ হইলে তবে, সাই হইয়া থাকে। কিরূপ নরনারী ইহাদিগের সম্প্রদায়োক্ত সাধনার অধিকারী ?—তাহারা বলে,— মেয়ে হিজ ড়ে পুরুষ খোজা । তবে হবি কর্তা ভজা ৷ است ه ها