এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় সংস্করণে বক্তব্য । প্রেমিক গুরুর দ্বিতীয় সংস্করণ অল্পদিনের মধ্যে নিঃশেষ হইয়া যাওয়ায় তৃতীয় সংস্করণ প্রকাশিত হইল । সৰ্ব্বশ্রেণীর লোকের মধ্যে প্রেমিকগুরুর আদর দেখিয়া আনন্দিত হইয়াছি ;–স্রোত ফিরিয়াছে, দেশে যে ধৰ্ম্মের সুবাতাস প্রবাহিত হইতেছে, সে বিষয়ে আর সন্দেহ নাই । আশা করি এ গ্রন্থ একদিন সংসার প্রপীড়িত তৃষিত-কণ্ঠ-জনগণের শাস্তি-বারি প্রদানে ভব-তৃষ্ণ নিবৃত্তি করিবে । পরিশেযে প্রকাশকের নিবেদন এই ষে, বর্তমান সময়ে কাগজের মূল্য অত্যধিক বৃদ্ধির দরূণ গ্রন্থের মূল্য • আনা বৃদ্ধি করিয়া ২২ জুই টাকা করা হইল। কিমধিকমিতি । সারস্বত মঠ, | গুরুচরণাশ্রিত— অক্ষয় তৃতীরা, ২৭শে বৈশাখ, - | ক্রীকুমার চিদানন্দ ১৩২৮ বঙ্গাব্দ । J