প্রেমিক-গুরু শ্ৰীমৎ রামানন্দ রায় স্বধৰ্ম্মাচরণে কৃষ্ণভক্তি হয় বলিয়া কৰ্ম্মযোগেই ভক্তির ভিত্তিস্থাপন করিয়াছেন। একদা মহাপ্রভু শ্রীচৈতন্তদেব রামানন্দকে অতুল সন্মান প্রদান করিয়া, শিক্ষার্থী শিষ্যের ন্যায় প্রশ্নের পর প্রশ্ন করিতে লাগিলেন ; রামানন্দ ভাব-কণ্টকিত গাত্রে আত্মবিস্তৃত ও বিহ্বল হইয়া দেবাবিষ্টের ন্যায় উত্তর করিয়াছিলেন। সেই প্রশ্নোত্তর হইতেই আমরা আমাদের প্রতিপাদ্য বিষয়টির মীমাংসা করিব। যথা :
প্রভু কহে কহ মোরে সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধৰ্ম্মাচরণে কৃষ্ণভক্তি হয়৷ এহ বাহ্য প্রভু কহে আগে কহ আর॥ রায় কহে কৃষ্ণে কৰ্ম্মাপণ সৰ্ব্বসার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর॥ রায় কহে স্বধৰ্ম্মত্যাগ সৰ্ব্বসাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর॥ রায় কহে জ্ঞানমিশ্র ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর॥ রায় কহে জ্ঞান সুপ্ত ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর॥ রায় কহে প্রেম-ভক্তি সৰ্ব্বসাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য অাগে কহ আর॥ রায় কহে দাস্য-প্রেম সৰ্ব্বসাধ্যসার৷ প্রভু কহে এহোত্তম আগে কহ আর॥ রায় কহে সখ্য-প্রেম সৰ্ব্বসাধ্যসার। প্রভু কহে এহোত্তম কিছু আগে আর॥ রায় কহে বাৎসল্য-প্রেম সর্ব্বসাধ্যসার।