ን›ዓ8 প্রেমিক-গুরু AAAAAA AAAA AAAA AAAA AAAA eee AMAM AAAA AAAA SAAAAA AAAA AAA AAAS AAAAAeee eAMAMeMAeeeMMAMAMAAAS ভুলিয়া “দেখাদাও” বলিয়া হাহাকার করিতেছেন । এ অবস্থায় বিরহে বিষের জালা, মিলনে অনন্ত তৃপ্তি। বিরহে বিষের জ্বালা হইলেও প্রাণের ভিতরে অমৃত ঝরিতে থাকে। এ সময়ের প্রাণের ভাব ভাষায় ব্যক্ত করা অসম্ভব। তখন ভগবান কে—হৃদয় বল্লভকে বুক চিরিয়া হৃদয়ের ভিতর পুরিয়া রাখিলেও পিয়াস মিটেন । ভগবানের সঙ্গে বুকে বুকে মুখে মুখে থাকিয়া ভক্ত, তদীয় সম্ভোগ-সুধাপানে আত্মহারা হইয়া যান । তাহার বিশ্বময় ঈশ্বরস্থ ৰ্ত্তি ও ঈশ্বরানুভব হইয়া থাকে, তিনি আপনার অস্তিত্ব সম্পূর্ণরূপে প্রিয়তমের অস্তিত্বে নিমজ্জিত করিয়া ভগবত্তন্ময়ত্ব প্রাপ্ত হইয়া থাকেন । এইরূপ ভক্তের সুখের ইয়ত্ত নাই; তিনি ধন্ত ; র্তাহার কুল ধঙ্গ, র্তাহার অধিষ্ঠান-ভূমি ধষ্ঠ । এই গোপীকানিষ্ঠ মধুরভাব ক্রমশ: প্রেমবিলাস বিবৰ্ত্তে পুষ্ট হইয়া মহাভাবে পর্য্যবসিত হইয়া প্রৌঢ়দশায় “প্রেমভক্তি’ আখ্যা প্রাপ্ত হয় । এই অবস্থায় ভক্ত নিরস্তুর ভগবানের অনিব্বচনীয় প্রেমরসার্ণবে পরমানন্দে সন্তরণ করিয়া থাকেন। অনস্তর প্রেমময় স্বভাব লাভ করিয়া দেহাস্তে রাধাপ্তামের মহারাসের মহামঞ্চে মিলিয়া তদীয় লীলারস-মাধুর্য্যের আনন্দে আমন্ত কালের জন্ত নিমগ্ন হইয়া এক হইয়া যান । ঐ শোন, মধুর বীণ কলতানে বাজিয়া বাজিয়া জীবকে রস উপভোগ জন্ত আহবান করিতেছে, যাও—মিলিত হও,—আনন্দ মিলনে, সুখমিলনে, রস-মিলনে। মুখের লেলিহান তৃষ্ণায় জীবের এত আকুল আকাঙ্ক্ষা,—মানুষ মাত্রেই রসের জন্ত লালায়িত কিন্তু মরণ-ধৰ্ম্মশীল পার্থিব পদার্থে মুখের আশা বিড়ম্বন মাত্র, মরীচিকায় জল ভ্রমের দ্যায় রসের জন্য মিথ্যা ছুটাছুটি করিলে দগ্ধকণ্ঠে প্রাণ বিয়োগ হইবে। জীব যদি প্রেমভক্তির সাধনায় গোকুলাখ মহাধামে উপস্থিত হইয়া সখীভাবে প্রেমসেবোত্তর গতি লাভ করিতে পারে, রাধাকৃষ্ণের মিলনানন্দ অনুভব
পাতা:প্রেমিক গুরু.djvu/১৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।