R প্রেমিক-গুরু জ্ঞান-কৰ্ম্ম ভুলিয়া, বাসনা-কামনা ভুলিয়া, সুখ-দুঃখ ভুলিয়া, ধৰ্ম্মাধৰ্ম্ম ভুলিয়া, ধনৈশ্বৰ্য্য ভুলিয়া, স্ত্রী পুত্র এমন কি, আপন ভুলিয়া ভগবানে যে ঐকাস্তিক অমুরক্তি, তাহার নাম ভক্তি । ভক্তপ্রবর প্রহ্লাদ ভগবানকে বলিয়াছিলেন – য। প্রীতিরবিবেকিনাং বিষয়েম্বনপায়িনী । । ত্বামনুস্মরতঃ সা মে হৃদয়াম্মাপসপতু ॥ * —বিষ্ণুপুরাণ“অবিবেকিগণের ইন্দ্রিয় বিষয়ে যেরূপ প্রবল আসক্তি, হে ভগবান তোমার প্রতি আমার হৃদয়ের সেরূপ আমক্তি যেন অপগত না হয়। ইহার ভাবার্থ এই যে, ফল হেতু বিচারশূন্ত হইয়া ভগবানের প্রতি যে ভূক্তি, তাহাই প্রকৃত ভক্তি । * এই ভক্তি যিনি লাভ করিয়াছেন, তিনিই ভক্ত। ভক্ত ভগবানে আত্মহারা হইয়া যান। তিনি ভক্তিভাবে বিভোর হইয়া ভগবানকে আপনার ভাবিয়া তাহাকেই সৰ্ব্বত্র পরিদর্শন করেন। জলে, স্থলে, চন্দ্র-স্বৰ্য্যে, গ্রহ-নক্ষত্রে, মেঘ-সাগরে, গঙ্গায়-গোদাবরীতে, কাশী-প্রয়াগে, অগ্নি-বায়ুতে, অশ্বখে ও বটে,- সৰ্ব্বঘটেই বিশ্বব্যাপীরূপে র্তাহাকে দেখিয়া --তাহাতেই আত্মসমৰ্পিত হইয়া—মন বুদ্ধি অহঙ্কার প্রভৃতি সমস্ত তত্ত্ব তাহার চরণে মর্পণ করিয়া ভক্ত কৃতাৰ্থ হইয়া থাকে। ভক্ত আকুলকণ্ঠে ভগবানকে বলেন, প্রভো ! তুমি সকলের সব, সবের সকল। আমি যে তপ, পূজা, হোম, ব্রত, নিয়ম কিছুই জানি না । আমি তোমাকে ভিন্ন কিছুই জানি না। আমি তোমাকে ভিন্ন কিছুই চাইনা । তোমাকে १६ পাইলে মামি কৃত কৃতাৰ্থ হইয়া যাইব । প্রাণাধিক ! छूमि नब्र कब्र - མ་༢། ། তোমার চরণরেণু করিয়া লওঁ । , ভগবানও এই ভক্তির অধীন। ভক্তের উপহার তিনি যেমন প্রীতি
পাতা:প্রেমিক গুরু.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।