>brや t প্রেমিক-গুরু থ্যাতি-জাতি, মান যশঃ, পুত্র-কলত্রাদি ভগবচ্চরণে অর্পণ করিয়া তাহার স্বরূপানন্দে মত্ত হইতে পারে। ভক্তিযোগেই মানুষ, ভগবানের অসমোদ্ধ প্রেম-রস-মাধুর্য্যে প্রমত্ত হইয় আপনার জন্ম-জন্মাস্তরের সংস্কার মুছিয়া বর্তমান জীবনের সংস্কার যুচাইয়া, মুক্তির পথে অগ্রসর হইতে পারে। ব্রজের কৃষ্ণ-প্রেম-পাগলিনী আভীর রমণীগণ শ্রীকৃষ্ণের বিরহে আত্মহারা হইয়৷ তদীয় ধ্যান-মনন করিতে করিতে আপনাদিগকে “শ্ৰীকৃষ্ণ” বলিয়া উল্লেখ করিয়াছিলেন এবং তাহার লীলাদির অনুকরণ করিয়াছিলেন । মহাপ্ৰভু গৌরাঙ্গদেব ভগবৎ-প্রেমে উন্মত্ত হইয় আপনাকে ভুলিয়৷ ভগবানের মহাভাবে স্বীয় মাতার মস্তকে আপন পদ স্পর্শ করাইয়া স্বাশীৰ্ব্বাদ করিয়াছিলেন । সুতরাং ভক্তিযোগেই স্বরূপতত্ত্ব, অর্থাৎ * সোহহং" জ্ঞান লাভ করিয়া স্বল্পায়াসে মোক্ষ প্রাপ্ত হওয়া যায় ; অতএব মুক্তির প্রধান কারণই যে ভক্তি, তাহাতে সন্দেহ নাই । যাহারা আনন্দের প্রস্রবণস্বরূপ মুক্তিদাতা পরমেশ্বরে ভক্তিপরায়ণ না হইয়া মন্ত উপায়ে যুক্তি অন্বেষণ করে, তাহারা স্কৃত পরিত্যাগ করিয়া এরও তৈল ভক্ষণ করিয়া থাকে মাত্র ; কিন্তু নিরতিশয় আনন্দ উপভোগ করিয়া, তাহার সংসারেই কৃতকৃতাৰ্থ হওয়া দূরে থাক, সাতিশয় দুঃখই ভোগ করে। যেন সৰ্ব্বদা স্মরণ থাকে, ভগবান শ্ৰীকৃষ্ণ শ্ৰীমুখে বলিয়াছেন ;– তমেব শরণং গচ্ছ সৰ্ব্বভাবেন ভারত । তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপলসি শাশ্বতম্ ॥ —শ্ৰীমদ্ভগবদগীত। ১৮৬২ হে ভারত ! সৰ্ব্বাৰচ্ছেদে তুমি তাহারই (পরমেশ্বরের) শরণাপন্ন হও, তাহার প্রসাদে পরাশাস্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হইবে । ভগবতী পাৰ্ব্বতী দেবীর ঐমুখবিগলিত স্বাণান্ম তত্ত্বোপদেশ হইতে আবার ག(ཀེ
পাতা:প্রেমিক গুরু.djvu/২০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।