পাতা:প্রেমিক গুরু.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२३९ প্রেমিক-গুরু TMeS AMA AeeeeeeeS eeSeeeeSeeSeeSeSeeeeSeeeSee eeeeeAMeeeeSMSMSSSSSSS SS See eeeeSMMMS SeeMA AMAAA AAAA AAAAMeeMMM MAMS MA AM MAMAMMA Ae eAM AMAMMM MM MA AMM MMAMSMAAAA যে মিথ্য সংসার-বাসনা পূৰ্ব্ব পূর্ব শত শত জন্ম হইতে চলিয়া মাসিতেছে, তাহা চির-অভ্যাসযোগে বৈরাগ্যসাধন ব্যতীত কোন উপায়ে ক্ষয় প্রাপ্ত হয় না । অতএব এই দারুণ সংসারধাতনার নিবারণ জন্ত শাস্ত্রালোচনা কর, সাধুসঙ্গ কর, ইন্দ্ৰিয়-নিগ্রহ কর, এবং তপস্তাদ্বারা জ্ঞান বুদ্ধি করিয়া শুভবুদ্ধির উপায় কর, তাহা হইলে আপনিই বৈরাগ্য উদয় হইবে । সাধুসঙ্গদ্বারা বৈরাগ্যবীজ সঞ্চিত হইয় আপন আপনি যথাকলে অঙ্কুরিত হয়। কারণ সাধুগণ কখনও অনিত্য বা বৃথা বিষয়ে মনোনিবেশ করেন না এবং তদ্বিষয়ের জল্পনাও করেন না, সুতরাং তাহাদিগের সঙ্গিগণও সেইরূপ শিক্ষাপ্রাপ্ত হইয়া কালে তদ্রুপ মনোবুক্তি সকল প্রাপ্ত হইলে তাহা হইতে বৈরাগ্যবীজ অঙ্কুরিত হয় । প্রথমতঃ ব্রাহ্মণাদি বর্ণসকল আপন আপন আশ্রমবিহিত ব্রহ্মচর্য্যাদি ধৰ্ম্মানুষ্ঠান, বেদহিত কৰ্ম্মানুষ্ঠান এবং সৰ্ব্বভূতে দয়া প্রকাশাদি ভগবানের প্রতিসাধন কৰ্ম্ম সকল করিবে। যে হেতু এই এবিধ কারণে চিত্তবৃত্তি পরিশুদ্ধ হইয়া থাকে । তখন প্রকৃত বিবেক উপস্থিত হইয়া হৃদয়ক্ষেত্রে সাত্ত্বিক বৈরাগের উদয় করাইয়া দেয় । চিত্তশুদ্ধি হইলে ভক্তির সঞ্চার হইয়াও শীঘ্ৰ বৈরাগ্য উদয় হইয়া থাকে । যথা :-- বাস্থদেবে ভগবতি ভক্তিযোগঃ প্রয়োজিতঃ । জনযুত্যাশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদহেতুকম্ ॥ —শ্ৰীমদ্ভাগবত, ১।২।৭ ঈশ্বরলি ভক্তির সংযোগে শীঘ্রই জ্ঞানের কারণ বৈরাগ্য স্বয়ং উৎপাদিত হইয়া থাকে। এইরূপ সাত্ত্বিকবৈরাগ্য ভিন্ন রাজসিক বা তামসিক বৈরাগ্য অবলম্বনদ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় না । রাজসিক ও তামসিক বৈরাগাই শাস্ত্রে নৈমিত্তিকবৈরাগ্য নামে উক্ত হইয়াছে। এই