জীবন্মুক্তি ९१** SAA AAA AAAAMA AMAAA AAAA AAAA AAAAA AAAAAA AAAA AAAAe MMAAA AAAA AAAA AAAAA هعہ গুরুদেব এইরূপে জিজ্ঞাসিত হইলে শিষ্যকে পরীক্ষা করিয়া পরে দীক্ষিত্ত করিবেন । শিষ্য সন্ন্যাসগ্রহণ জন্ত স্নান করিয়া প্রথমতঃ সন্ধ্যাক্লিক প্রভৃতি নিত্যকাৰ্য্য সমাধা করিবে। তৎপরে দেবখণজন্ত ব্ৰহ্মা, বিষ্ণু ও রুদ্রের পূজা করিবে, ঋষি ঋণ জন্ত সনক, সনন্দন, সনাতন, নারদ ও ভৃগু প্রভৃতি ঋষিগণের অর্চনা করিবে এবং পিতৃঋণ জন্য পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতা, পিতামহী, প্রপিতামহী, মাতামহ, মাতামহী, প্রমাতামহ ও প্রামাতামহী প্রভৃতির পূজা করিবে । তদনন্তর বিধানানুসারে পিণ্ডদান করিয়া দেবতা, ঋষি ও পিতৃগণের নিকট কৃতাঞ্জলিপুটে প্রার্থনা করিবে— তৃপ্যথবং পিতরে দেবী দেবধিমাতৃকাগণাঃ । গুণাতীতপদে যুয়ম অনৃণী কুরুত চিরাৎ ॥ অর্থাৎ—হে পিতৃমাতৃগণ ! দেবগণ ঋষিগণ ! আপনার সকলেই পরিতৃপ্ত হউন । আমি গুণাতীত পদে গমন করিতেছি, আপনারা শীঘ্র আমাকে স্ব স্ব ঋণ হইতে মুক্ত করুন। এইরূপে আনৃণ্য প্রার্থনা করিয়া পুনঃ পুনঃ প্রণাম পূর্বক ঋণত্রয় হইতে পরিমুক্ত হইয়া আত্মশ্রাদ্ধ করিতে হইবে । শ্ৰাদ্ধকাৰ্য্য সমাপন পূৰ্ব্বক চিত্তশুদ্ধির নিমিত্ত একশত আটবার “ত্রম্ব্যক” মন্ত্র জপ করিবে । ইত্যবসরে গুরুদেব বেদীতে মণ্ডল রচনা করিয়া ঘটস্থাপন পূৰ্ব্বক ইষ্টদেবতার পূজা করিবেন। তৎপরে পরমব্রহ্মের ধ্যান পূর্বক পূজা করিয়া বর্হিস্থাপন করিবেন, সেই বহিতে শিষ্যের ইষ্টদেবতার হোম করিয়া শিষ্যকে আহবান পূর্বক স্বত, দুগ্ধ, চিনি, তণ্ডুল, যব, তিল প্রভূতি একত্র করিয়া তদ্বার সাকল্য হোম করাইবেন । তৎপরে ব্যাহৃতি অর্থাৎ—ভূঃ ভুবঃ ও স্বঃ এই মন্ত্র ত্রয়ে হোম করাইবেন, তৎপরে পঞ্চপ্রাণাদির হোম করাইবেন, তৎপরে স্থল ও সুষ্মশরীরের বিরজা হোম করাইবেন ; এইরূপে সমস্ত তত্ত্বই আহুতি দিয়া আপনাকে মৃতবৎ ভাবনা ৷
পাতা:প্রেমিক গুরু.djvu/২৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।