জীবন্মুক্তি Հ80 তাই বলিতেছিলাম, অনধিকারী ব্যক্তি সন্ন্যাসাশ্রম গ্রহণ করিয়া ভণ্ডদল পুষ্ট ও নিজের দুরদৃষ্ট লাভ করিও না । যখন তত্ত্বজ্ঞান উৎপন্ন হইয়া বৈরাগ্য দৃঢ় হইবে এবং সাংসারিক কৰ্ত্তবাবুদ্ধি বিনষ্ট হইবে, তখনই সন্ন্যাসাশ্রম গ্রহণ করা কর্তব্য । যে ইঞ্জিয় জয় করিতে পারে নাই এবং জ্ঞান ও বৈরাগ্য রহিত, অথচ সন্ন্যাস অবলম্বন করিয়াছে, এতাদৃশ ধৰ্ম্মবিৰতীিব্যক্তি অসম্পূর্ণ অভিলাষ হইয়া ইহ ও পরলোক হইতে চু্যত হয়। কুকুর যেমন বমন করিয়া পুনরায় তাহাই ভক্ষণ করে, -পতিত সন্ন্যালীও उदया? ! शृशं ? -- যঃ প্ৰব্ৰজ্য গৃহৎ পূৰ্ব্বং ত্রিবর্গবিপনাৎ পুনঃ। যদি সেবেত তান ভিক্ষুঃ স বৈ বান্তাশ্বপত্রপঃ ॥ —শ্ৰীমদ্ভাগবত, ৭৷১৫৩৬ যে গৃহের সর্বত্রই ত্রিবর্গ রোপণ করা আছে, সেই গৃহ পরিত্যাগ পূর্বক প্রত্ৰজ্য অবলম্বন করিয়া কোন সন্ন্যাসী যদি পুনৰ্ব্বার সেই ত্রিবর্গেরই সেবা করে, তবে সেই নিল্পজ্জ ব্যক্তিকে বমনভোজী কুকুর শব্দে অভিহিত করা যায়। অতএব আত্ম-প্রতারক না হইয়া নিজকে বিশেষ রূপ পরীক্ষা করিয়া সন্ন্যাসাশ্রমে গমন করিবে । যদিও তত্ত্বজ্ঞানী সন্ন্যাসিগণ শাস্ত্রীয় কোন প্রকার বিধি নিষেধের অধীন নহেন, তথাপি পূর্ণসন্ন্যাস অর্থাৎ—পরমহংসত্ব প্রতিষ্ঠিত না হওয়া পৰ্য্যন্ত আশ্রমোচিত নিয়মাদি প্রতিপালন করিবেন। দও, কমণ্ডলু ও গৈরিকবস্ত্র ধারণ করিয়া গ্রামের বাহিরে বা তরুতলে অবস্থিতি করিবেন। অহিংসা, সত্যশীলতা, অচৌর্য্য, সৰ্ব্বপ্রাণীর প্রতি দয়াদৃষ্টি এতাবৎ আচরণ করিবেন। কেীপীন মাত্র আচ্ছাদন, শীতনিবারণার্থ কন্থা বা কম্বল এবং পাদুকা ভিন্ন আর কোন জৰ্য্যই নিজ লিকটে রাখিবেন না ।
পাতা:প্রেমিক গুরু.djvu/২৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।