পাতা:প্রেমিক গুরু.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8૭ প্রেমিক-গুরু অনিকেতঃ ক্ষমাবৃত্তো নিঃশঙ্কঃ সঙ্গবর্জিতঃ । নিৰ্ম্মমো নিরহঙ্কারঃ সন্ন্যাসী বিহরেৎ ক্ষিতে ॥ —মহানিৰ্ব্বাণ তন্ত্র । সন্ন্যাসী একস্থানে সৰ্ব্বদা বাস করিবেন না । বৃদ্ধ, মুমূর্ষ, ਭੇਂ 8 বিষয়াসক্ত ব্যক্তির সঙ্গ ত্যাগ করিবেন । সমস্ত প্রকার লোকসঙ্গ পরিত্যাগ পূর্বক একাকী বিচরণ করা কৰ্ত্তব্য । যাজ্ঞা, শঙ্কা, মমতা, অহঙ্কার, সঞ্চয় দাসত্ব, পরনিন্দ প্রভৃতি পরিত্যাগ করিবেন। সন্ন্যাসী গ্রাম্য আমোদ প্রমোদ, নৃত্যগীত, সভাসমিতি, বাদবিতণ্ডা, ও বক্তৃতাদি বর্জন করিবেন। কাম-ক্রোধাদি মনেও স্থান দিবেন না । যথা : ন চ পশ্বোৎ মুখং স্ত্ৰীণাং ন তিষ্ঠেৎ তৎসমীপতঃ। দারব্যমপি যোষাঞ্চ ন পুশেদ য: স ভিক্ষুকঃ ॥ -- মহানিৰ্ব্বাণ তন্ত্র । সন্ন্যাসী স্ত্রীলোকদিগের মুখ দেখিবেন না ; তাহাদিগের নিকটে থাকিবেন না এবং দারুময়ী স্ত্রীমূৰ্ত্তি পৰ্য্যন্ত স্পর্শ করিবেন না ; রমণীর সহিত রহস্তালাপ বর্জন করিবেন। সৰ্ব্বপ্রকার বাসন কামনা, সুখ, দুঃখ, শীত, আতপ, মান, অভিমান, মায়া, মোহ, ক্ষুধা, তৃষ্ণ ভুলিয়া দ্বন্দ্বসহিষ্ণু হইবেন এবং সৰ্ব্বত্র সমবুদ্ধিসম্পন্ন হইয়া সৰ্ব্ব ব্ৰহ্মময় দর্শন করতঃ ব্ৰহ্মভাবে বিচরণ করিয়া বেড়াইবেন। তৎপরে আত্ম-স্বরূপ প্রতিষ্ঠিত হইলে সৰ্ব্ববিধিনিষেধ বিসর্জন পূর্বক পরমহংস হইবেন যথা – ভেদাভেদে সপদি গলিতে পুণ্যপাপে বিশীর্ণে মায়ামোহোঁ ক্ষয়মধিগতে নষ্টসন্দেহবৃত্তে। '