পাতা:প্রেমিক গুরু.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন্মুক্তি ' ૨8છે সার ভাবিয়া স্বার্থসেবায় ব্ৰতী হইল। ভারত ভূমির বৈদিক-প্রতিভা অন্তহিত হইল,—ব্রাহ্মণ্যধৰ্ম্মের উজ্জল হেমপ্ৰভা কালের নিষ্পেষণে শুকাইয়া ভূমিতে লুটাইয়া পড়িল। ভারতের সর্বত্র অজ্ঞান-অন্ধকারে আবৃত হইয়া গেল । সেই সময়ের অবস্থা দেখিয়া দেবগণ দীর্ঘ-নিঃশ্বাস ফেলিলেন,— ভগবানের চিরসাধের ভারতের দারুণ ছৰ্দ্দশা দেখিয় তাহার অটল সিংহাসন কঁাপিয়া-উঠিল । ঠিক সেই সময়ে শিবতেজবীৰ্য্যে প্রদীপ্ত হইয়া পৃথিবী-প্রসিদ্ধ প্রাতঃস্মরণীয় ভগবান শঙ্করাচাৰ্য্য ভারতে আবির্ভত হইয়া ভারত-সিংহাসনে বেদান্তশাস্ত্রের বিজয়মুকুট স্থাপন করিলেন। বেদান্তশাস্ত্রের পুনঃ প্রচার করিয়া কৰ্ম্মকাণ্ডের অনিত্যতা, জগতের অসত্যতা, কুঙ্কটিকাবৎ সংসারের ক্ষণভঙ্গুরতা এবং ব্ৰহ্মই সত্য, ইহাই লোকসকলকে শিক্ষা দিলেন। তিনি বুঝাইলেইন -জীবও ব্রহ্ম, জগৎও ব্রহ্মসমস্তই ব্ৰহ্ম; ব্ৰহ্ম ভিন্ন আর কিছুই নাই । তাহার প্রতিভা ও তপস্তেজবার্ষ্য সহ করিতে না পারিয়া পথভ্রষ্ট বৌদ্ধগণ ব্রহ্ম, চীন, তিব্বৎ, লঙ্কা প্রভৃতি অনার্য্য দেশে যাইয়া আধিপত্য বিস্তার করিল ! কেহ কেহ বা পৰ্ব্বতগুহায় কিম্বা নিবিড় জঙ্গলে আশ্রয় গ্রহণকরিয়া সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা করিতে গাগিল । মগুনমিশ্র প্রভূতি মহামহোপাধ্যায় পণ্ডিতগণ শঙ্করাচার্য্যের প্রতিভার নিকট জড় হইয়া গেলেন । সকলে তাহার শিষ্যত্ব স্বীকার করিয়া দ্বিগুণ উৎসাহে গুরুর কার্য্যে সহায়তা করিতে লাগিলেন । দেশের আপামর সকলে তাহার চরণতলে আশ্রয় গ্রহণ করিল , অতি অল্পকালেই সমস্ত ভারতবর্ষ র্তাহার চরণে লুটাইয়া পড়িল, তিনি লোকগুরু—জগৎগুরুরূপে ভারতের সৰ্ব্বত্র শাস্তির অমিয়ধারা বর্ষণ করিতে লাগিলেন। বৌদ্ধ মন্দিরে দেবদেবীর মূৰ্ত্তি স্থাপিত এবং বৌদ্ধ মঠগুলি হিন্দুমঠে পরিণত হইল। আবার সকলে বেদবেদান্তোষ্ণ ব্রাহ্মণ্যধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করিয়া