জীবন্মুক্তি ఇ(t్సలి AMASAS A SAS SSAS SSAS SS SSAAASAAA S های ماهو مسنجیع سمک عیتهایعاتحه SAMAM AMMAMSAASAASAASAAAS শিক্ষিত যুবকগণ বেদান্তের আদর শিথিয়াছে বটে; কিন্তু তাহারাও উচ্চুম্বলতা বশতঃ নানা মত বাহির করিয়া নাম জাহির করিয়া বেড়াইতেছে। তাই এতদেশে বেদান্ত বা তৎপ্রচারক শঙ্করাচার্য্যের মহত্ব কেহ হৃদয়ঙ্গম করিতে পারিতেছে না । যাহার চিত্ত যেরূপ অনুশাসিত, সে সেইরূপ বেদাস্তের ব্যাখ্যা করিয়া থাকে ; কিন্তু,সত্য-পত্যক্ষকারী ব্যতীত বেদান্তের প্রকৃত অর্থ নির্ণয় করিতে কাহারও শক্তি নাই । তবে ক্রমশঃ শিক্ষিতসম্প্রদায়ে শঙ্করাচার্য্যের সিংহাসন স্থাপিত হইতেছে। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগ্রহে তাহার মিশনও এতদ্দেশে বেদান্ত প্রচার করিতেছেন । বাঙ্গালাদেশে কেহ বেদাস্ত বা শঙ্করাচার্য্যের মহোচ্চ গম্ভীর ভাব ধারণা করিতে পারুক আর নাই পারুক,স্থদুর ইউরোপ-আমেরিকার গুণগ্রাহী ব্যক্তিগণ শাস্তিবারি ও কষ্ঠের ভূষণ জ্ঞানে বেদান্ত ও শঙ্করের মত সাদরে গ্রহণ করিয়াছেন । বাঙ্গালীর গৌরব শ্রীমৎ বিবেকানন্দ স্বামী একমাত্র বেদাস্তশাস্ত্রের দ্বারাই চিকাগো ধৰ্ম্মমহাসভায় ভারতের ধৰ্ম্মগৌরব প্রতিপন্ন করিয়াছিলেন । তাই আজ বেদাস্তশাস্ত্র পাশ্চাত্য ধৰ্ম্মজগতে যুগান্তর উপস্থিত করিয়াছে। w ভগবান শঙ্করাচাৰ্য্য দ্রাবিড় দেশে জন্মগ্রহণ করেন। র্তাহার বাল্যাবস্থায় পিতৃবিয়োগ হয়। তিনি আট বৎসর বয়সেই সৰ্ব্বশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন। সেই সময়ে অনেক রাজা মহারাজা তাহার সুকুমার দেহ, সুমিষ্ট যুক্তিপূর্ণ বাক্য এবং অসাধারণ পাণ্ডিত্যে মুগ্ধ হইয়৷ তদীয় সেবায় জীবন উৎসর্গ করিয়াছিলেন । দ্বাদশবর্ষ বয়সে কৌশলে মাতার নিকট অনুমতি গ্রহণ পূর্বক ব্ৰহ্মদান ও ব্রহ্মগানে ভারতের ভুরিভার অবতারণার্থ শঙ্করাচাৰ্য্য গৃহত্যাগ করিয়া স্বামী গোবিন্দপাদাচার্য্যের শিষ্যত্ব স্বীকার করতঃ সন্ন্যাসী হইলেন। ষোল বৎসর বয়ঃক্রম কালে তিনি আত্মজ্ঞান লাভ করিয়া পরমহংসত্ব প্রাপ্ত হন। তিনি বুঝিয়াছিলেন—
পাতা:প্রেমিক গুরু.djvu/২৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।