জীবন্মুক্তি ২৬৩ সদন্নে বা কদম্নে বা লোষ্ট্রে বা কাঞ্চনেইপি বা । সমবুদ্ধির্যস্ত শশ্বৎ স সন্ন্যাসী চ কীৰ্ত্তিতঃ ॥ যাহার উত্তমান্ন ও নিকৃষ্টারে এবং মৃত্তিক ও কাঞ্চনে সমান বুদ্ধি জন্মিয়াছে, তিনিই সন্ন্যাসী বলিয়া কীৰ্ত্তিত। তবে ত্যাগের অর্থ কি ?— শিবাবতার শঙ্করাচার্য্য বলিয়াছেন ;– ত্যাগোহসি কিমস্তি আসক্তিপরিহারঃ । —মণিরত্নমালা । আসক্তি পরিত্যাগের নামই ত্যাগ । জ্ঞান-গরিষ্ঠ ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠদেবও दलिब्रां८छ्न ३- * যত্ত্যক্তং মনসা তাবৎ তত্ত্যক্তং বিদ্ধি রাঘবঃ । মনসা সংপরিত্যজ্য সেব্যমানঃ মুখাবহুঃ ॥ —যোগবশিষ্ট । যাহা মন হইতে ত্যাগ করা যায় তাহাই প্রকৃত ত্যাগ, বাহিরের ত্যাগ মাত্র প্রশস্ত নহে। মন হইতে বিষয় পরিত্যাগ করিয়া সংকল্প-বিকল্প বজ্জিত হইয়া সুখী হও। অতএব যিনি মন হইতে ভোগ্য বিষয়ের আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনিই যথার্থ সন্ন্যাসী । অনেকে আপনার সকল বস্তুই পরিত্যাগ করিতে পারে, কিন্তু আপনাকে কেহ সহজে ত্যাগ করিতে পারে না । সুতরাংসৰ্ব্বোত্তম সন্ন্যাসী তিনিই, যিনি সমস্ত কামনা পরিত্যাগ করিয়া অবশেষে শরণাগত ও ভক্তিবশম্বদ হইয়া আপনাকেও পরমেশ্বরের চরণে সমর্পণ করিয়াছেন। যখন তোমার “তুমিত্ব” ব্ৰহ্মস্বরূপে কিম্বা ভগবানের সন্তায় ডুবিয়া যাইবে,—যখন তোমার নিজ অস্তিত্বের কিছুমাত্র স্বতন্ত্রত থাকিবে না ; তখনই তুমি ত্যাগী—তখনই তুমি বৈরাগী —তখনই ভূমি প্রকৃত সন্ন্যাসী । o
পাতা:প্রেমিক গুরু.djvu/২৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।