পাতা:প্রেমিক গুরু.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ઝ૭ - প্রেমিক-গুরু AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASSAAAAAAS AAAAASAAAA یحی هستهیه میهماسبی مهرجمه কথার ধারই ধারে না । তাহারা কেহ বেদাস্তের মায়াবাদী, কেহ বেদ্ধধৰ্ম্মের শূন্তবাদী, কেহ গীতোক্ত কৰ্ম্মযোগী, কেহ উপনিষদের ব্রহ্মজ্ঞানী, কেহ তন্ত্রোক্ত কোলাচারী, কেহ উজ্জ্বলরসাস্বাদী আর কাহারও মুখে যোগ সমাধি । এই ত গেল শিক্ষিত নেতা ও উপদেষ্ঠা এবং তাহাদিগের চেলার কৃথা । আর যাহারা ধৰ্ম্মের নিম্নস্তর লইয়া আছে, তাহার কেবল তিলকমাটা, মালা-ঝোলা, চিনি-কলা, বাহ্য শৌচাচার ও চৈতন চুটুকী লইয়া সময় কাটাইতেছে । তিন-বেলা সন্ধ্যাক্লিকের ঘটী, অথচ মিথ্যা মোকদমা,মিথ্যাসাক্ষ্য, পরনিনা, পরস্বাপহরণ ও পরদারগমনে নিবৃত্তি নাই। এই শ্রেণীর লোক ধৰ্ম্মের প্রাণ ছাড়িয়া সংস্কার বশে হাড়মাস লইয়া নাড়া-চাড়া করিতেছে। একটা কথায় দৃষ্টান্ত দেখাইতেছি—হিন্দু সমাজে ব্রত ও পূৰ্ব্ব উপলক্ষে উপবাস করিবার বিধি আছে । উপ = সমীপে + বাস, অর্থাৎ ভগবানের নিকটে বাস করাই উপবাস ; তজ্জন্ত পূৰ্ব্বদিন হইতে সংযমাদি করিয়া চিত্তশুদ্ধ রাখিতে হয়, পরে পর্বদিন দিবারাত্র সংযত ভাবে ভগবদারাধনা ও ধ্যানধারণায় নিযুক্ত থাকাই ব্যবস্থা। কিন্তু মিথ্যাকথা বলিয়া পরনিন্দ ও কলহ করিয়া দিবারাত্র কাটাইয়া জলটুকু না খাইয়া অনাহারে থাকিতে পরিলেই উপবাসের সার্থকত হইল বহিয়া তাহারা মনে করে। প্রথম শ্রেণীর লোক জ্ঞানগরিষ্ঠ ঋষিশ্রেষ্ঠগণের প্রতিষ্ঠিত ধৰ্ম্মের সুদৃঢ় ভিত্তি ভজিবার চেষ্টা করিতেছে, এবং দ্বিতীয় শ্রেণীর লোক বাধনের উপর বাধন কৰিয়া অন্তঃসার শূন্ত হইয়া পড়িতেছে। আর এক শ্রেণীর লোক হিন্দুসমাজে দেখা দিয়াছে, তাহারা জারজধৰ্ম্মাবলম্বী । পাশ্চাত্য পণ্ডিতগণের ব্যাখ্যাত হিন্দুশাস্ত্র পাঠ করিয়া ইহার অজ্ঞসমাজে বিজ্ঞ সাজিয়া বলিতেছে । তাহদের মুখে কেবল কুসংস্কার ও পৌত্তলিকতার ধুয়া, কেবল ধৰ্ম্মসভা ও বক্তৃতার উচ্চনিনাদ । যাহারা چیحیی تعبیه یحیی مسیحی