জীবন্মুক্তি ఇసిపా বুঝিতে পারনা;— তোমার ক্ষুদ্র মস্তিষ্কে যে সকল তত্ত্ব ধারণা হয়না, তাহ তুমি গ্রহণ করিওনা, কিন্তু অজ্ঞহইয়া তাহার নিন্দ প্রচার করিলে বিজ্ঞ সমাজে অবজ্ঞাত হইবে মাত্র । সৰ্ব্বাগ্রে শৃঙ্খলাবদ্ধক্রমে জীবন গঠন পূৰ্ব্বক জ্ঞানের উৎকর্ষ সাধন কর ; তখন অজ্ঞানের সুস্থল যবনিকা ভেদ করিয়া দৃষ্টি প্রসারিত হইলে, বুঝিতে পারিবে এই বৈচিত্র্যময় স্মৃষ্টি রাজ্যের সীমা কোথায়—তখন বুঝিতে পারিবে, আর্য্য ঋষিগণের যুগ যুগান্তরের আবিষ্কৃত শাস্ত্রে কি অমূল্য রত্ন সজ্জিত রঙ্গিয়াছে। হিন্দু শাস্ত্রের বিশাল কল্পভাণ্ডারে ইহ পরকালের কত অগণিত, অজানিত, অপ্রকাশিত তত্ত্ব স্তরে স্তরে সাজান রহিয়াছে। অনুসন্ধান করিয়া—সাধনা করিয়া মানবজন্ম সার্থক ও পরমানন্দ উপভোগ কর। হিন্দুধৰ্ম্মের বিমল স্নিগ্ধ কিরণে উদ্ভাসিত ও প্রফুল্লিত হইয়া ভারতের পূঞ্চগৌরব পুনরুদিপ্ত করিয়া তাহার বিজয়দুন্দুভি-বাদ্যে দিগদিগস্তর প্রতিধ্বনিত কর । আমিও এখন বিদায় গ্রহণ করি । এস ভাই ! ভগ’য়ে ভা’য়ে গলা জড়াইয়া ধরিয়া'এই পতিত দেশ ও পতিত জাতির মঙ্গলের জন্ত কৃপা ভিক্ষা করিয়া, সেই পতিত পাবন, কাঙ্গালশরণ, অধমতারণ, ভয়নিবারণ, সৰ্ব্বমতবাদ-সমঞ্জসী, সত্যস্বরূপ সনাতন গুরু ব্রহ্মের ধৰ্ম্ম-কামার্থ মোক্ষপ্রদ অতুল রাতুল চরণ উদ্দেশে প্রণাম করি । নিত্যংশুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম । নিত্যবোধং চিদানন্দং গুরুব্রহ্ম নমাম্যহম্ ॥ ওঁ শান্তিরেব শান্তি ওঁ
- (*): সম্পূর্ণ
ওঁ শ্ৰীশ্ৰীকৃষ্ণাপণমস্ত