ওঁ তৎসৎ আসাম-বঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠাতা শ্ৰীমদাচাৰ্য্য স্বামী নিগমানন্দ পরমহংসুদেব-রচিত সারস্বত-গ্রন্থাবলী 艺峰巴一一 দর্শন, বিজ্ঞান ও ভক্তিতত্ত্বে জ্ঞানগুরু, যোগ তন্ত্র ও স্বর: শাস্ত্রোক্ত সাধনরহস্তবিৎ পরিব্রাজক পরমহংস শ্ৰীমদাচাৰ্য্য স্বামী নিগমানন্দ সরস্বতীদেব বিরচিত সারস্বত-গ্রন্থাবলী ধৰ্ম্মজগতে যুগান্তর উপস্থিত করিয়াছে। পুস্তক কয়থানি তাহার জীবনব্যাপী সাধনার সুধাময় ফল । সাধন সম্বন্ধে এমন সহজ ও সরলভাবে উচ্চদরের আধ্যাত্মিক রহস্তপূর্ণ পুস্তক বঙ্গভাষায় আর বাহির হয় নাই। হিন্দুধৰ্ম্মের সার সংগ্রহকরতঃ এই কয়খনি অমূল্য গ্রন্থ রচিত হইয়াছে । পুস্তকগুলি লণ্ডন বুটিশ মিউজিয়ম সাদরে গ্রহণ করিয়াছেন, এবং তদীয় গুণগ্রাহী সেক্রেটারামহোদয় পুস্তকগুলির গুণে মুগ্ধ হইয়া বিরাট প্রসংশাপত্রে পুস্তক ও তাহার প্রণেতাকে অস্তিরিক ধন্যবাদ দিয়াছেন । ভারতবাসীর আর কথা কি ? এমন কি সুদূর ব্রহ্ম, লঙ্ক প্রভৃতি হইতে পবাসী বাঙ্গালীও পুস্তকের গুণে মুগ্ধ হইয়া প্রত্যহ কৃতজ্ঞচিত্তে কত পত্র দিতেছেন । সমগ্র বঙ্গদেশ পুস্তক কয়গানিতে আলোড়িত হইয়াছে। বাঙ্গালীর জাতীয় জীবন প্রতিষ্ঠার সময় আসিয়াছে; তাই গ্রন্থকারের ; ই বিরাট আয়োজন। এই পুস্তক কয়থানি ঘরে থাকিলে আর বিশাল হিন্দুশাস্ত্রগুলি ঘাটিয়া মাথা থারাপ করিতে হইবে না ; ইহাতে চিত্তশুদ্ধি, যোগ, জ্ঞান, কৰ্ম্ম, ভক্তি প্রভৃতি সকল শাস্ত্রেরই সারতথ্য সংগৃহীত হইয়াছে। এই সকল গ্রন্থোক্ত পন্থায় খৃষ্টান, মুসলমানগণ আপন আপন সাম্প্রদায়িক ভাব বজায় রাখিয়াও সাধনায় সাফল্য লাভ করিতে পারিবেন । পুস্তক দৃষ্টে স্ত্রীলোক পৰ্য্যন্ত সাধনে প্রবৃত্ত হইতে পরিবেন। এই পুস্তকের
পাতা:প্রেমিক গুরু.djvu/৩১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।