o/ সাধনায় প্রবৃত্ত হইলে প্রত্যক্ষ ফল অনুভব করতঃ সুস্থ ও নীরোগ দেহে অপার আনন্দ ও তৃপ্তির সহিত মুক্তিপথে অগ্রসর হইবেন । পুস্তক কয়খানি শীঘ্রই হিন্দি ও ইংরেজী ভাষায় অমুবাদিত হইয়া প্রকাশিত হইবে। আত্মজ্ঞানের অপূর্ণ আকাঙ্ক্ষা দূরীভূত ও মানবজীবনের পূর্ণত্বসাধনে যাহাদের ইচ্ছা আছে, তাছাদের এই পুস্তক কয়খানি পাঠ করিতে অনুরোধ করি । ব্রহ্মচর্য্য-সাধন অর্থাৎ ব্রহ্মচর্য্য পালনের নিয়মাবলী ধৰ্ম্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করিতে হক্টলে প্রত্যেক ব্যক্তির ব্ৰহ্মচৰ্য্য প্রতিপালন করা কৰ্ত্তব্য । হিন্দুধৰ্ম্মের সার চিংশুদ্ধি ; চিত্তশুদ্ধি ন হইলে ধৰ্ম্মের উচ্চ সোপানে উন্নীত হওয়া যায় না । ব্রহ্মচৰ্য্যই চিত্তশুদ্ধির প্রকৃষ্ট উপায় । সনাতন হিন্দুধৰ্ম্মের ভিত্তি এই ব্ৰহ্মচর্য্যের উপরে প্রতিষ্ঠিত। এই পুস্তকখানিতে ব্ৰহ্মচৰ্য্য সাধনের ধারাবাহিক নিয়মাবলী ও তাহার উপকারিতা বিবৃত হইয়াছে, এবং ব্রহ্মচৰ্য্য রক্ষার ( বাস্যধারণের ) কতকগুলি যোগোক্ৰ সাধনপ্রণালীও বর্ণিত হইয়াছে যাহারা ছাত্র-জীবনে ব্রহ্মচৰ্য্য প্রতিপালন না করিয়া শিক্ষণভাবে ও সংসর্গ-দোষে ধাতু-দৌৰ্ব্বলা, স্বপ্নদোষ ও প্রমেহদি রোগে আক্রাস্ত হইয়াছে,তাহদের জন্ত স্বরশাস্ত্রোক্ত ও অবধৌতিক ঔষধের ব্যবস্থা করা হইয়াছে। দেশ-কাল-পাত্রানুযায়ী সকল শ্রেণীর লোকের ব্রহ্মচৰ্য্য রক্ষার উপযোগী করিয়া পুস্তকখানি লিখিত হইয়াছে। গ্রন্থকারের চিত্রসহ মুদ্রিত। পঞ্চম সংস্করণ, মূল্য ॥• আন মাত্র। 4হ্মচর্য্য সাধন আসামী ভাষাতেও অনুদিত হইয়াছে । আসামী সংস্করণের মূল ॥• আনা মাত্র।
পাতা:প্রেমিক গুরু.djvu/৩১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।