চতুর্থ অংশ–স্বরকল্প * শ্বাসের স্বাভাবিক নিয়ম, বাম নাসিকার শ্বাস ফল, দক্ষিণ নাসিকার শ্বাস ফল, সুষুম্নার শ্বাস ফল, রোগোৎপত্তির পূৰ্ব্বজ্ঞান ও প্রতিকার, নাসিক বন্ধ করিবার নিয়ম, নিঃশ্বাস পরিবর্তনের কৌশল, বশীকরণ, বিনা ঔষধে রোগ আরোগ্য, রক্ত পরিষ্কার করিবার কৌশল, কয়েকটা আশ্চৰ্য্য সঙ্কেত, চিরযৌবন লাভের উপায়, পূৰ্ব্বেই মৃত্যু জানিবার উপায় ও উপসংহার। ৫ম সংস্করণ, গ্রন্থকারের চিত্রসহ মূল্য ১০ দেড় টাকা মাত্র। জ্ঞানী গুরু ব। জ্ঞান ও সাধন পদ্ধতি ইহাতে জ্ঞান ও যোগের উচ্চাঙ্গ বিশদরূপে আলোচিত হইয়াছে। স্বচীগুলি উদ্ধত করিয়া দেওয়া গেল । প্রথম খণ্ড—নানীকাণ্ড ধৰ্ম্ম কি,ধৰ্ম্মের প্রয়োজনীয়তা,ধৰ্ম্মে বিধি-নিষেধ, গুরুর প্রয়োজনীয়তা, শাস্ত্র বিচার, তন্ত্র-পুরাণ, স্বষ্টিতত্ত্ব ও দেবতারহস্ত, পূজা পদ্ধতি ও ইষ্টনিষ্ঠ, একেশ্বরবাদ ও কুসংস্কার খণ্ডন, হিন্দুধৰ্ম্মের গৌরব, হিন্দুদিগের অবনতির কারণ, হিন্দুধৰ্ম্মের বিশেষত্ব, গীতার প্রাধান্ত, আত্মার প্রমাণ ও দেহাত্মবাদ থগুন, দ্বৈতাদ্বৈত বিচার, কৰ্ম্মফল ও জন্মান্তরবাদ, ঈশ্বর দয়াময় তবে পাপপ্রণোদক কে ? ঈশ্বরোপাসনার প্রয়োজন, কৰ্ম্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ধৰ্ম্ম সম্বন্ধে শিক্ষিত ব্যক্তির অভিমত ও প্রতিপাদ্য বিষয় । f দ্বিতীয় খণ্ড—জ্ঞানকাণ্ড জ্ঞান কি, জ্ঞানের বিষয়, সাধনচতুষ্টয়, শ্রবণ মনন-নিদিধ্যাসন, দুঃখের কারণ ও মুক্তির উপায়, তত্ত্বজ্ঞান বিভাগ, আত্মতত্ত্ব, প্রকৃতিতত্ত্ব পুরুষতত্ত্ব,
পাতা:প্রেমিক গুরু.djvu/৩২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।