to/2 ৫ প্রেমিক গুরু তৃতীয় সংস্করণ, মুল্য ২২ মাত্র । ৬ মায়ের কৃপা এই গ্রন্থে মা— কে, এবং কিরূপে মায়ের কৃপা লাভ করা যায়, তাহা অধিকারী ভেদে বিবৃত হইয়াছে। ঐগুরুর কৃপাই যে সাধনা ও সিদ্ধির মূল, তাহা সত্য ঘটনাবলম্বনে লিখিত হইয়াছে। উপদেশগুলি মা স্বয়ং শ্ৰীমুখে প্রদান করিয়াছেন । পুস্তকথানি সকল ভাবেই হিন্দু মাত্রেরই চিত্তাকর্ষণ করিয়াছে। দ্বিতীয় সংস্করণ, মুল্য।• চারি আন মাত্র। ৭ হরিদ্ধারে কুম্ভযোগ ও সাধু মহাসম্মিলনী বিগত ১৩২১ সালে চৈত্রমাসে হরিদ্বারে যে কুম্ভমেলা হইয়াছিল, এই গ্রন্থে তাঁহারই বিশদ বিবরণ লিখি গু হইয়াছে। তদ্ব্যতীত কুন্তযোগ কি, স্থান ও সময়, সাধু সন্মিলনী, কি কি উদ্দেশ্যে কাহার কর্তৃক স্থাপিত, সাধুগণের বিবরণ, ধৰ্ম্মশালা ও সভাসমিতি প্রভৃতি আলোচিত হইয়াছে। পুস্তক খানি বঙ্গ ভাষায় সম্পূর্ণ নূতন সামগ্ৰী । মুল্য ॥৩ আট আনা মাত্র । ৮ তত্ত্বমালা এই পুস্তকে হিন্দুশাস্ত্রের দেবদেবীর গভীর তত্ত্বসমূহ বিশ্লেষণ পূৰ্ব্বক তাহার রহস্ত উদ্ঘাটন করতঃ দেখান হইয়াছে—দেবদেবী কি ? বঙ্গদেশে শাক্ত ও বৈষ্ণব প্রধানতঃ এই দুইটী ধৰ্ম্ম সম্প্রদায় প্রচলিত। বৰ্ত্তমান খণ্ডে সগুণ ব্ৰহ্মতত্ত্ব বা শক্তিতত্ত্ব, গায়ত্রীতত্ত্ব, দেবতাতত্ত্ব, শিবতত্ত্ব, মহাবিদ্যাতত্ত্ব, বাসস্তী, অন্নপূর্ণ, শারদীয়া ও কালী প্রভৃতি শাক্তসম্প্রদায়ে প্রচলিতু যাবতীয় পূজা-পাৰ্ব্বণ ও উৎসবাদির তত্ত্ব বিবৃত হইয়াছে। ১ম খণ্ড মুল্য ৷ va দশ আন মাত্র ।
পাতা:প্রেমিক গুরু.djvu/৩২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।