ه/e| ৯ তত্ত্বমালা—দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডে বৈষ্ণব সম্প্রদায়ের নিম্নলিখিত বিষয়গুলি আলোচিত হইয়াছে-ভগৰত্তত্ত্ব, অবতার তত্ত্ব, লীলাতত্ত্ব, স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী ও নন্দযাত্রা, রাসযাত্র ও দোলযাত্রা । মূল্য ॥• আট ठांनी भांख । s ১০ সাধকাষ্টক সাধুসঙ্গই ধৰ্ম্ম লাভের জনক, পোষক বৰ্দ্ধক ও রক্ষক। কিন্তু প্রকৃত সাধু চিনিবার ক্ষমতা সাধারণের নাই। তাই সাধুব্যক্তির জীবন চরিত আলোচনা সৎসঙ্গের অন্তর্গত বলিয়। শাস্ত্রে উল্লিখিত হইয়াছে। আবার আজকাল স্বেচ্ছাচারী উচ্ছ খল সমাজের লোকের বিশ্বাস, সংসার নছাড়িলে ধৰ্ম্মলাভ হইতেই পারে না । ইহাদিগের ভ্রম নিরাস করিয়া গৃহস্থাশ্রম সুপ্রতিষ্টিত করিবার উদ্দেশে এই গ্রন্থে আটজন গৃহস্থ সাধুর পূত জীবন কাহিনী বর্ণিত হইয়াছে। এই পুস্তক পাঠে জীবনের লক্ষ্য স্থির ও চরিত্র গঠনে সহায়তা হইবে । মূল্য ॥• আট আন মাত্র । ১১ বেদান্ত-বিবেক মায়া-মরীচিকাময় দৃশু-জগৎ রহস্তের মূল উদ্ভেদ করতঃ যে সকল মুমুক্ষুগণ মুক্তিরূপ অমৃতফল লাভে সচেষ্ট্র, সেই সকল বিচার-নিপুণশীল বিবেকীদিগের জন্যই এই পুস্তকখানা লিখিত হইয়াছে। ইহাতে নিত্যানিত্য-বিবেক, দ্বৈতাদ্বৈত-বিবেক, পঞ্চকোষ-বিবেক, আত্মা নাত্মবিবেক ও মহাবাক্য-বিবেক এই কয়েকটী বিষয় আলোচিত হইয়াছে । মূল্য ॥9• দশ আন মাত্র । ১২ উপদেশ রত্নমাল৷ এই পুস্তকখানিতে ঋষি ও সাধু মহাপুরুষদিগের কৰ্ম্ম, জ্ঞান ও ভক্তি- . মূলক কতকগুলি মাধ্যাত্মিক তত্ত্ব-পূর্ণ উপদেশ নিবদ্ধ হইয়াছে। মূল্য ०/० झूहे श्रांना गांख ।
পাতা:প্রেমিক গুরু.djvu/৩২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।