প্রেম-ভক্তি X(t কয়দিন পাপ করিয়া কাটাইবে ? অতৃপ্তি তাহাকে ক্রমশঃ ভীষণতর পাপে লিপ্ত করাইবে ; নতুবা স্বভাব তাহার ভ্রম বুঝাইয়া অনুতাপের নরকাগ্নিতে নিক্ষেপ করিবে । সে দাবদগ্ধ হরিণের ন্যায় পূর্ণানন্দসাগরে ছুটিবে। ধনি-সম্প্রদায়ের বাহিক অভাব অল্প ; তাই তাহারা উচ্চ জীব হইয়াও পশুর স্তায় অন্ধ । তাই মলমূত্ৰ-হাড়মাসের-খাচায় নৃত্যগীতে কিছু বেশীদিন ভুলিয়া থাকে,—জীবন-স্রোতাবৰ্ত্ত অতিক্রম করিয়া অগ্রসর হইতে পারে না । কিন্তু রোগে শোকে বা অন্তকারণে একবার মোহের চসমা খুলিলেই, সব ছাড়িয়া অধিকতর বেগে সেই নিত্যানন্দ সাগরে ধাবিত হয় । আহা, প্রেমময় ভগবানের কি কারুণিক ব্যবস্থা ! সন্তান স্নেহময়ী মাতার উপর শত অত্যাচার-উৎপীড়ন করিলেও, মাতা যেমন সন্তানকে সৰ্ব্বদা মঙ্গল-পথে চলিবার জন্ত আশীব্বাদ করেন, তদ্রুপ মঙ্গলময় ভগবান মোহমুগ্ধ জীবকে—তাহারা তাহার অহেতুক প্রেম ভুলিয়া অসার বস্তুতে মত্ত হইয়া থাকিলেও—সৰ্ব্বদা মঙ্গলের পথে টানিয়া লইতেছেন। অনেক সময় বদ্ধজীব তাহার এই মঙ্গলময়ী ব্যবস্থার রহস্ত উদঘাটন করিতে না পারিয়া তাহাকে নিষ্ঠুর প্রভৃতি শব্দে বিশেষিত করে । ভগবানের যে শক্তি জীবকে সৰ্ব্বদা অনন্ত উন্নতির পথে, পূর্ণমঙ্গল ও আনন্দের পথে আকর্ষণ করেন, তাহাই কৃষ্ণ । আর যদ্বারা আমরা তাহার দিকে আকৃষ্ট হই, তাহাই ভক্তি । ব্যবহারিক জীবের পুত্রাদিতে যেমন আপনা হইতেই প্রীতি জন্মে, তদ্রুপ জন্নান্তরীণ সংস্কারবশে সাধুসঙ্গ-সংঘটন মাত্রেই কোন কোন ভাগ* বান জনের হৃদয়ে স্বাভাবিক ভক্তির সঞ্চার হইয়া থাকে। তখন ভক্ত দরিদ্রজনের অপহৃত-মহামণি-চিস্তনের দ্যায় কেবল ভগবানের পরিচিস্তনেই নিয়ত কালাতিপাত করেন । সৰ্ব্বগুণসম্পন্ন উপযুক্ত একমাত্র পুত্রের মৃত্যুতে অনাথ বৃদ্ধ জননীর যেমন নিদারুণ সন্তাপ উপস্থিত হয়, ভক্তি
পাতা:প্রেমিক গুরু.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।