প্রেম-ভক্তি RY পাচ শ্রেণীতে এবং কেবল ভক্তি চারি শ্রেণীতে বিভক্ত হইয়াছে । মহিমজ্ঞানে প্রীতি সঙ্কুচিত হয় বলিয়া প্রাথমা ভক্তি অপেক্ষা দ্বিতীয় ভক্তি শ্রেষ্ঠ ও অধিকতর বিশুদ্ধ। প্রেম-সেবার পূর্ণতম আননাস্বাদহেতু দ্বিতীয়া দাস্তাদি চতুৰ্ব্বিধ ভক্তির মধ্যে আবার শৃঙ্গাররসাত্মক ভক্তি সৰ্ব্বশ্রেষ্ঠ । ইহা ব্ৰজবাসী ঐরাধিকাদি-গোপিগণে নিত্য বিরাজমান রহিয়াছে । সৰ্ব্বপ্রকার ভক্তির পুষ্টি-যোগ্যতা একরূপ নহে। ভিন্ন ভিন্ন ভক্তি ভিন্ন ভিন্ন পরিমাণে পুষ্টতা লাভ করে ; ভক্তির গুরুত্ব ও লঘুত্ব অনুসারে উহার তুষ্টতারও তারতম্য হইয়া থাকে। তবে সমুদায় নিগুৰ্ণ ভক্তিরই পরিপুষ্টি হইয়া রতি ও প্রেম স্বরূপে পর্য্যবসিত হইবার যোগ্যতা আছে। সাধন ভক্তি হইতে রতির উদয় হইলেই ভক্তি রতি-লক্ষণা হয়, পরে সেই রতি পক্কাবস্থায় প্রেমরূপে আত্মপ্রকাশ করিলেই উহা প্রেম-লক্ষণা হইয়া থাকে । এই প্রেম-লক্ষণ ভক্তিকেই প্রেমভক্তি কহে । 德 অতএব গুণময়ী ভক্তি হইতে নিগুণ ভক্তির পরিপক্ক দশা পর্য্যস্ত অধম, মধ্যম ও উত্তম ভেদে ভক্তিকে সাধন-ভক্তি, ভাব-ভক্তি ও প্রেম-ভক্তি এই তিন শ্রেণীতে বিভক্ত করা হইয়াছে । সাধন-ভক্তি (+) আমরা পূৰ্ব্বেই বলিয়াছি, প্রেম-ভক্তি জীব মাত্রেরই স্বাভাবিক ধৰ্ম্ম । আবরিক মায়াশক্তি কর্তৃক জীবের নিত্য শুদ্ধ আত্ম-স্বরূপ ও তদীয়
পাতা:প্রেমিক গুরু.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।