প্রেম-ভক্তি २१ SAAAAAA AAAASASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS বৈধীভক্তি ও রাগামুগা ভক্তির প্রম্ভেদ এই যে, ভয়প্রযুক্ত শাস্ত্রবিধি অনুসারে যে ভজন তাহার নাম বৈধভক্তি ; আর লোভপ্রযুক্ত বিধিমার্গে যে ভজন তাহার নাম রাগাকুগা-ভক্তি। বৈধভক্তি নবোদিত চন্দ্রবিম্বের সুকোমল মৃদুরশ্মি, আর রাগামুগা-ভক্তি ত্ৰিজগন্মনোহর বালস্থৰ্য্যের উজ্জল প্রভ । প্রথম ভক্তি যেরূপ ধীরে ধীরে ভক্তকে নিগুণাবস্থায় আনয়ন করে, উত্তরা ভক্তির ক্রিয়া সেরূপ নহে ; উহা শীঘ্র ভক্তকে নিগুণভাব প্রদান করে । যেরূপ চিস্তামণি স্পর্শে লৌহ সুবর্ণত প্রাপ্ত হয়, তদ্রুপ এই বিশুদ্ধ ভক্তির প্রভাবে গুণময় ভক্তের হৃদয়ও অচিরে মায়াতীত হইয়া ভাব ভক্তির অধিকারী হইয়া থাকে । ভাব-ভক্তি শ্রদ্ধাসহকারে সাধন-ভক্তির উৎকর্ষ সাধন করিয়া ক্রমশঃ নিষ্ঠা, রুচি প্রভৃতি লাভ করিয়া পরিপক্ক দশায় ভাবলাভ হইলে, তাহাই ভাবভক্তি নামে অভিহিত হয় । ব্রজ ভাবে লো ভপ্রযুক্ত রাগামুগা-ভক্তি সাধন করিতে করিতে পরিপাক দশায় ভাবভক্তির অধিকারী হইয়া থাকে। ভক্তিযোগের শ্রেষ্ঠ মহাজন বলিয়াছেন ;– শুদ্ধসত্ত্ববিশেষাত্মা প্রেমসূর্য্যাংশুসাম্যভাক্ । রুচিভিশ্চিত্তমাস্বণ্যকৃদসে ভাব উচ্যতে ॥ } –ভক্তি-রসামৃত সিন্ধু ।
পাতা:প্রেমিক গুরু.djvu/৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।