পাতা:প্রেমিক গুরু.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভক্তি VIඵ যেরূপ মুকুমার শিশুই কালক্রমে পরিণতবয়স্ক যুবা হয়, তদ্রুপ অপক সাধনভক্তিই পরিপাকদশায় প্রেমভক্তি নামে অভিহিত হইয়া থাকে । যেরূপ একমাত্র ইক্ষুরস স্বাদভেদে গুড়, শর্করা, মিছরি, ওলা প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে আখ্যাত হয়, তদ্রুপ এক নিগুণ ভক্তিই শ্রদ্ধা, রুচি, আসক্তি, প্রভৃতি বহু নামে কীৰ্ত্তিত হইয়া থাকে। ফলতঃ ইহার সকল অংশই সৰ্ব্বাবস্থাতেই আনন্দ-চিন্ময়ী এবং ভগবানের দ্যtয় স্বতঃপ্রকাশ । ভগবদ্ভক্ত জনের হৃদয়বৰ্ত্তিনী ভক্তিদেবীর কৃপা হইতেই ইহার উদয় হয়, নতুবা এই বিশুদ্ধ প্রেমভক্তি লাভের আর কোন উপায় নাই। সম্যণ্ডাহুণিতঃ স্বান্তে মমত্বাতিশয়াঙ্কিতঃ । ভাবঃ স এব সান্দ্রাত্মা বুধৈঃ প্রেম নিগদ্যতে। —ভক্তি-রসামৃত-সিন্ধু। যাহা হইতে চিত্ত সৰ্ব্বতোভাবে নিৰ্ম্মল হয় এবং যাহা অতিশয় মমতা সম্পন্ন এরূপ যে ভাব, তাহা গাঢ়তা প্রাপ্ত হইলেই পণ্ডিতেরা তাহাকে প্রেম বলিয়া কীৰ্ত্তন করেন । সাধনভক্তি যাজন করিতে করিতে রতি হয়, সেই রতি গাঢ় হইলে তাহাকে প্রেম বলে। কবিরাজ গোস্বামী লিখিয়াছেন ;– সাধন ভক্তি হইতে রতির উদয় হয় । রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয় ॥ —চৈতন্ত্য-চরিতামৃত । এই প্রেমকেই প্ৰহলাদ, উদ্ধব, ভীষ্ম, নারদাদি ভক্তগণ ভক্তি বলিয়া কীৰ্ত্তন করিয়াছেন। অন্তের প্রতি মমতা পরিহার পূর্বক ভগবানে ষে মমতা তাহার নাম প্রেম ৷ যথা – t