·ථ8 প্রেমিক-গুরু AMAMMAMAMMMM SAA AA ASAA AAMAMMAMMMAAAA অনন্যমমতা বিষ্ণে) মমতা প্রেমসঙ্গত । αώφημοπ» -পঞ্চরাত্র । এই প্রেমভক্তি দুই শ্রেণীতে বিভক্ত ; এক ভাবোখ, অপর ভগবানের অতিপ্ৰসাদোৰ্থ । অন্তরঙ্গ ভক্তাঙ্গ সকলের নিরস্তর সেবন দ্বারা ভাব পরমোৎকর্ষতা প্রাপ্ত হইলেই ভাবোখ প্রেম বলিয়া কথিত হয় । আর ভগবান হরির স্বীয় সঙ্গদানাদিকেই অতিপ্ৰসাদোৰ্থ প্রেম কহে । ইহ। আবার মাহাত্ম্য-জানযুক্ত এবং কেবল অর্থাৎ মাধুর্য্যমাত্র-জ্ঞানযুক্ত, এই দুই শ্রেণীতে বিভক্ত। বিধিমার্গানুবৰ্ত্তী ভক্তগণের ষে অতিপ্ৰসাদোখ প্রেম, তাহা মহিম-জ্ঞানযুক্ত, আর রাগামুগাশ্রিত ভক্তগণের প্রেম কেবল অর্থাৎ মাধুর্য্য-জ্ঞানযুক্ত হইয়া থাকে। ভক্তির সাধন করিতে করিতে প্রথমে শ্রদ্ধা, তৎপরে সাধুসঙ্গ, তাহার পর ভজনক্রিয়া, তদস্তর অনর্থনিবৃত্তি, তৎপরে নিষ্ঠা, তাহার পর রুচি, তৎপরে আসক্তি, তদন্তর ভাব, তাহার পর প্রেম উদিত হয় । প্রেম সঞ্চার মাত্রেই স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভেদ, কম্প, বৈবৰ্ণ, অশ্রু ও প্রেলয় এই আট প্রকার সাত্ত্বিক ভাবের বিকাশ হয় । রাগামুগা কেবলাভক্তির দাস্তাদি চতুৰ্ব্বিধ ভাবের মধ্যে শৃঙ্গাররসাত্মক ভাব সৰ্ব্বশ্রেষ্ঠ। মধুত্ব-রসাত্মক সাধন-ভক্তি হইতে মধুরারতির উদয় হয়। এই রতি হইতেই ভগবানের সহিত ভক্তের বিলাসের সুত্রপাত হয় । কেননা, মধুরারতিই শ্ৰীকৃষ্ণ ও তৎপ্রেয়সীগণের আদিকারণ। কিঞ্চিদ্বিশেষম{য়ন্ত্যি সম্ভোগেচ্ছ। যয়াভিতঃ রত্যা তাদাত্ম্যমাপন্ন সা সমর্থেতি ভণ্যতে ॥ --উজ্জল-নীলমণি ।
পাতা:প্রেমিক গুরু.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।