( به له ) প্রেমময়ি! তোমার প্রেম প্লাবলের “পলি” পড়িয়াই না এ উষরহৃদি সরসূ- হইয়াছিল ! আমি অন্ধকারমাঝে দিশেহারা হইয়া ঘুরিতে ছিলাম, তুমিই না, প্রথমে প্রেমের আলো জালিয়া হৃদয় দেখাইয়াছিলে ? তুমিই গুরুরূপে এ স্থপ্ত প্রাণে প্রেমবীজ উপ্ত করিয়া ছিলে । সেই বীজে বৃক্ষ জন্মিয় কিরূপ ফুল-ফল প্রসব করিতেছে, তাহার নিদর্শন স্বরূপ এই “প্রেমিক-গুরু" পুস্তকখানি তোমার উদেশে নিবেদন করিলাম । আর একটী কথা—কিন্তু রাজরাজেশ্বরীকে সে কথা বলিতে ভিখারীর স্বতঃই সাহস হয়না—এই ফুলে চথের জল মিশাইয়া তোমার পূজা না করিলে আমার যে তৃপ্তি হইবে না । এস, রসময়ি! মনোময়ী মূৰ্ত্তিতে আমার হৃদয়াসনে বসিয়া পুজ লও। তোমার প্রেম-পাথারে আমার প্রেম-প্রবাহ মিশিয়া লয় হইয়া যাউক –সিন্ধুতে বিন্দু মিলিত হউক । ওগো । তাই তোমায় ডাকি— "করুণা করিয়া-প্রেমে ভাসাইয়া—পাষাণ গলায়ে যাও । আসিয়া আমার উপহার গ্রহণ কর । তোমার প্রেম-ভিখারী— ঐনলিনী কান্ত
পাতা:প্রেমিক গুরু.djvu/৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।