প্রেম-ভক্তি 8> SAAAAAA AAAAS AAAAA SAAAAA SAAAAAMAAAA SAS SSAS SSAS SSAS SSAS SSASAAA AAAA SAAAA AAAA AAAAA ভক্তিলাভের উপায় ——(? •:)— যখন কৰ্ম্মযোগের দ্বারা গুণক্ষয় হইয়া চিত্তশুদ্ধি হইবে, জ্ঞানযোগের দ্বারা জানিতে পরিবে ভগবান সবের সকল--সকলের সব, তখন আর ভক্তি হৃদয়কে অধিকার না করিয়া থাকিবে কি প্রকারে ? কিন্তু নীরস জ্ঞান অথবা নীরস কৰ্ম্ম করিয়া কাহারও কাহারও হৃদয় এত কঠিন হষ্টয়া উঠে যে, ভক্তির কোমলতা তাহাদের হৃদয়ে স্থান পায় না । র্যাহার কৰ্ম্মকে চিত্তশুদ্ধির উপায় করিয়া জ্ঞানযোগে অারোহণ করেন, এবং আর এক পদ অগ্রসর হইয়া ভক্তিযোগে আরূঢ় হইতে পারেন, তাহারাই ভক্তিলাভ করিয়! ধন্ত হন । বি শুদ্ধভক্তি ভক্ত কিংবা ভগবানের কৃপাব্যতীত অন্য উপায় দ্বারা লাভ হয় না । পুত্র না জন্মিলে যেমন মানবের পুত্রস্বেতের উদ্রেক হয় না, তদ্রুপ ভগবান কিংবা ভক্ত-সঙ্গ ব্যতীত ভক্তির সঞ্চার হইতে পারে না । সুত্রকার লিখিয়াছেন ;-— মহৎ কৃপয়ৈব ভগবৎকৃপালেশাদ্ধা । ভক্তিস্বত্র । মঙ্কৎকুপাদ্ধারা কিম্বা ভগবানের কৃপালেশ হইতে ভক্তির সঞ্চার হইয়া থাকে । ভক্তদিগের কুপাও ভগবানের কৃপালেশের অন্তর্গত পাষণ্ড জগাই মাধাই শ্ৰীগৌরাঙ্গদেবের কৃপায় মুহূৰ্ত্তে ভক্ত হইয়া গিয়াছিল। কিন্তু কথন যে কিরূপে ভগবানের রূপা হয়, তাহা মানব বুদ্ধির অতীত। তাই । শাস্ত্রকারগণ ভক্তিলাভের জন্য সাধনারও ব্যবস্থা করিয়া রাখিয়াছেন । সে সাধন আর কিছুই নহে, ভক্তিরোধক প্রতিকূল বিষয় পরিত্যাগ করিয়া অমুকুল বিষয় গ্রহণ করিলেই ভক্তির সঞ্চার হইৰে । কেননা
পাতা:প্রেমিক গুরু.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।