পাতা:প্রেমিক গুরু.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভক্তি ©☾

  • S AMAeMieAMAAAS

বলিতে যাহা কিছু আছে, তৎসমুদয় গরীব দুঃখীকে দান করতঃ মস্তক মুণ্ডল করিয়া আমার নিকট আইস, তাহার পর তোমার উপায় বিধান যাহা করিতে হয়, তাহ আমি করিব।” বেগু এই কথায় প্রবুদ্ধ হইয়া মাপন আলয়ে যাইয় গরীব দুঃর্থীকে যথা-সৰ্ব্বস্ব বিতরণ করতঃ মস্তক মুণ্ডন করিয়া আসিলে দয়াল মহাপ্ৰভু তাহাকে হরিনাম বহামস্ত্রে দক্ষিত করিলেন। সাধু-সংস্পর্শে দেহবিক্রয়কারিণী বেভার বৃণিত জীবন মধুময় হইয়া গেল। তাঙ্গর পর হইতে বেঙ্গ পরমভক্তির অধিকারিণী হইয়াছিল। সাধু সঙ্গে কি উপকার হয়, পাঠক বুঝিয়াছ ? সাধুব্যক্তির জীবনী আলোচনা, সংগ্ৰন্থ পাঠ, পবিত্র. চিত্র দর্শন, ভগবৎ কথালোচনা, এবং তীর্থভ্রমণাদিও সাধুসঙ্গের অন্তর্গত। নাম সংকীর্তন – নামকীৰ্ত্তন ভক্তিপথের বিশেষ সহায় । নাম সংকীৰ্ত্তনে চিত্তদর্পণ মাজ্জিত হয়, চিত্তের সমস্ত কলঙ্ক দূর হয় ; যে বিষয়বাসনা মহা দাবাগ্নির হ্যায় আমাদিগকে নিরস্তুর দগ্ধ করিতেছে, সেই বিষয় বাসনা নিৰ্ব্বাপিত হয় ; চন্দ্রের জ্যোৎস্নায় যেমন কুমুদ ফুটিয় উঠে, ভগবৎ-নাম কীৰ্ত্তনে সেইরূপ আত্মার মঙ্গল প্রস্ফুটিত হয় ; ব্রহ্মবিষ্ঠা অস্বৰ্য্যম্পশুরূপ-বধুর ন্যায়,—কুলবধু যেমন অন্তঃপুরের অস্তঃপুরে অবস্থিতি করে, ব্রহ্মবিদ্যাও তেননি হৃদয়ের অতি নির্জন প্রকোষ্ঠে লুক্কায়িত থাকেন, সাধারণের নিকট প্রকাশ করিবার বিষয় নহেন, নামসংকীৰ্ত্তন সেই ব্ৰহ্ম বিদ্যার জীবনস্বরূপ ; ইহাদ্বারা আনন্যসাগর উথলিয়া উঠে ; ইহার প্রতিপদে পূর্ণামৃতের আস্বাদন এবং ইহাতেই মানুষ প্রেমরসে ডুবিয়া আত্মহারা হইয়া যায়। ক্রমাগত নামকীৰ্ত্তন করিতে করিতে ভক্তিলাভ করতঃ অবশুই মানুষ পরমপদ লাভ করিয়া কৃতার্থ হয় । শাস্ত্ৰ-সাগর মন্থন করিয়া হরিনাম-সুধার উদ্ভব হইয়াছে। এই মুধাপানে মরজগতের জীব অমরত্বলাভ করিয়াছে, করিতেছে ও করিবে । ~്കുiബു ു ു