পাতা:প্রেমিক গুরু.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভক্তি • (tఏ অহঙ্কারে ধরাকে সরা জ্ঞান করিতে থাকে। অহঙ্কারের সঞ্চার মাত্রেই ভক্তির দক্ষ সারা হইয়া যায়। শাস্ত্রে উক্ত আছে – অভিমানং স্বরাপানং গৌরবং রৌরবং ধ্রুবং ! প্রতিষ্ঠা শূকরা বিষ্ঠা ক্ৰয়ং ত্যক্ত হরিং ভজেৎ ॥ অভিমানকে স্বরrপানসম, গৌরবকে রৌরব-নরকসম, প্রতিষ্ঠাকে শূকরী-বিষ্ঠাসম জ্ঞান করিয়া হরির ভজন করিবে। কিন্তু বিন্দুমাত্র, ংভালের প্রতিষ্ঠা প্রত্যাশা করিলে ভক্তির আশা বিড়ম্বন মাত্র । কাঙ্গালের ঠাকুর প্রেমাবতার শ্রীচৈতন্যদেব ও তদীয় ভক্তগণ প্রেমাবেশে ভাবোন্মত্ত্ব হইয়া নৃত্য করিতেন । ভাবভক্তি-বিহীন জীব অনর্থক সে অভিনয় কর কেন ? বরং ভাব মৰুতা প্রকাশ পাইলে চাপিয়া যাইতে চেষ্টা করিবে । তুমি ইচ্ছা করিয়া তাহাতে যোগদান করিলে অচিরে উদ্রিক্ত ভক্তি অন্তষ্ঠিত হইয়া যাইবে । চাপিয়া থাকিতে পারিলে ভাব ক্রমশঃ মহাভাবে পরিণত হইয়া ভক্তকে আত্মহারা করিয়া প্রেমের উৎস উৎসারিত করিয়া দিবে। সে অবস্থ দৰ্শনে বন্ধুবান্ধবও ধন্ত হইয়া যাইবে । নতুবা লোকের কাছে বাহাদুরী লইবার জন্য এরূপ ধৰ্ম্মের আড়ম্বর বড়ই ঘৃণাৰ্ছ । নাস্তিকতা অপেক্ষ ধৰ্ম্মের ভাণ অনিষ্টকারক । অতএব লোক দেখান ভণ্ডামী— লোক ভোলান ভোগলামী ত্যাগ করিয়া সরল বিশ্বাসে সমাহিতচিত্তে দীনতাবলম্বন পূর্বক ভগবৎ-নামগুণ-কীৰ্ত্তন করিবে । মহাপ্রভু শ্রীচৈতন্যদেব বলিয়াছেন – তৃণাদপি সুনাচেন তরোরাপ সহিষ্ণুনা । অমানিনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ ॥ -*िक्रांडेक ।