Web" প্রেমিক-গুরু
- সৎসঙ্গ, কৃষ্ণসেবা, ভাগবত, নাম ও ব্রজে বাস এই পঞ্চবিধ উপায়ে প্রেমভক্তি লাভ হয়।” প্রীমৎ কবিরাজগোস্বামী কর্তৃক শ্ৰীশ্ৰীগৌরাঙ্গদেবের স্বগত উক্তি হইতেই ইহা প্রকাশিত আছে। যথা : —
সৎসঙ্গ, কৃষ্ণসেবা, ভাগবত নাম, ব্রজে বাস এই পঞ্চ সাধন প্রধান । f এই পঞ্চ মধ্যে যদি এক স্বল্প হয় ; সুবুদ্ধিজনের হয় কৃষ্ণ প্রেমোদয় ॥ —শ্রীচৈতন্যচরিতামৃত । দুরূহ ও আশ্চৰ্য্য প্রভাবশালী এই পঞ্চ বিষয়ে শ্রদ্ধা দূরে থাকুক, অত্যন্ত্রমাত্র সম্বন্ধ হইলেও মুবুদ্ধি ব্যক্তিদিগের ভাব জন্মিতে পারে। সৎসঙ্গ।—আমরা পূর্বেই সাধুসঙ্গের মহিমা কীৰ্ত্তন করিয়াছি। সাধুসংসর্গের গুণে অস্পতা-ফুলটাও পরম ভক্তির অধিকারিণী হইয়াছিল। যথা : -- প্রসিদ্ধ বৈষ্ণবী হইল পরম মহন্তী । বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে যান্তি ॥ o' —ভক্তমালগ্রন্থ ! নারদও সাধুসঙ্গে নবজীবন লাভ করেন। তিনি পূৰ্ব্বজন্মে একটা দাসীর পুত্র ছিলেন ; তিনি প্রভুর আদেশে সাধুদিগের সেবায় নিযুক্ত ইহয়। সাধুসঙ্গের গুণে ভক্তিলাভ করিয়াছিলেন। যথা :– উচ্ছিষ্টলেপানলুমোদিতো দ্বিজৈঃ সকৃৎ স্ম ভুঞ্জে তদপাস্তকিন্বিষঃ।