প্রেম-ভক্তি ૧૭ পূৰ্ব্ব জন্মে নাম শ্রবণ করিয়াই দেবর্ষি নারদের ভক্তি সঞ্চার হইয়াছিল।
- - i
ইত্থং শরৎপ্রাবৃষিকাৰ্বত্ব হয়ের্বিশৃণুতে। মেহমুসবং যশোইমলম্। ংকীর্ত্যমানং মুনিভিৰ্মহাত্মভিৰ্ভক্তিঃ প্রবৃত্তাত্মরজস্তমোপহা ॥ —শ্ৰীমদ্ভাগবত ১৫২৮. এইরূপে শরৎ ও বর্ষাকালে মহাত্মা মুনিগণ কর্তৃক সংকীৰ্ত্ত্যমান হরির অমল যশঃ প্রাতেঃ, মধ্যাহ্নে ও সায়াকুে শুনিতে শুনিতে আমাতে রজঃতমোনাশিনী ভক্তির উদয় হইল । নাম করিতে আরম্ভ করিলে সকল লোকের অখিল পাপ দূর হয়, বিষয়বাসনা দূরীভূত হইয়া চিত্তদর্পণ মার্জিত হয়। নাম করিতে করিতে প্রেমের সঞ্চার হয় এবং পরম-পদ লাভ করিয়া কৃতাৰ্থ হইয়া থাকে। ব্ৰজবাস ।—ব্রজবাস অর্থে মথুরামগুলের অন্তর্গত যে কোন স্থানে বসতি করা বুঝিতে হইবে । এই মথুরামণ্ডলে একদিন প্রেমভক্তির প্রবল জোয়ারে যমুনা উজান বহিয়াছিল, পশু-পক্ষী পৰ্য্যস্ত হরিনাম গাহিয়াছিল,—বিনা বসন্তে বৃক্ষলতা ফল-পুষ্প প্রসব করিয়াছিল। মথুরা মণ্ডলের কথা শুনিলেই প্রাণে ভক্তির সঞ্চার হইয়া থাকে। আজিও মথুরামণ্ডলের প্রতি ধূলিকণায়—প্রতি পরমাণুতে রাধাকৃষ্ণের প্রেমকণা জড়িত হইয়া আছে ; সুতরাং তথায় বা তথাকার রজঃ’ সৰ্ব্বাঙ্গে লেপন করিলে যে ভক্তের হৃদয়ে প্রেমসঞ্চার হইবে, ইহা বিজ্ঞানসন্মত কথা । শুধু মথুরামগুলে বলিয়া নহে, সৰ্ব্বতীর্থই পাপ নাশক ও ভক্তি-উদ্দীপক। ভূমির কোন অদ্ভূত প্রভাব, জলের কোন অদ্ভুত তেজ কিম্বা মুনিগণের