প্রেম-ভক্তি Երծ S AAeAAA S AAAAA AAAAeeMMMMMMA AMAMMA AAAA AAAA AAAAMMMAAMMMMeeAAA AAAA AAAAMMAMAAAA عیت বিদ্বান ব্যক্তিরা যাহাকে ব্রহ্মস্থখানুভূতিতে এবং ভক্তেরা যাহাকে সৰ্ব্বারাধ্যরূপে আর মায়াশ্রিত ব্যক্তি যাহাকে নরশিশু-জ্ঞানে প্রতীতি করেন, মায়ামুগ্ধ গোপবালকের যে সাধারণ নরশিশুবোধে তাহার সহিত ঐরূপ ক্রিয়া করিয়াছিলেন, তাহা তাহাদিগের রাশি রাশি পুণ্যের ফলে সন্দেহ নাই। বাস্তবিক কত দীর্ঘ দীর্ঘ জন্ম-কত দীর্ঘ দীর্ঘ যুগ সাধিয়া কাদিয়া চাহিয়া থাকিয়া তবে সে ভাগ্য লাভ হইতে পারে । সখ্যভাবে ভগবানকে আত্মসদৃশ ভাবনা করিতে করিতে ভক্তগণও ভগবৎ-সদৃশ গুণসমূহ প্রাপ্ত হইয়া থাকেন। so so বাৎসল্য ভাব !—পিতামাতা প্রাণ উঘাড়িয়া যেমন পুত্রকন্যাকে ভালবাসেন, সেইরূপ ভগবানকে পুত্ৰকস্তার দ্যায় ভালবাসাই বাৎসল্য ভাব । ইহাই শাস্ত্রে বৎসলভক্তিরস বলিয়া কথিত হইয়াছে। যথা ঃ– বিভাব দ্যৈস্ত বাৎসল্যং স্থায়ী পুষ্টিমুপাগতঃ । এষ বৎসলনামাত্র প্রোক্তো ভক্তিরসো বুধৈঃ ॥ — ভক্তি-রসামৃত-সিন্ধু । বিভবাদিদ্বারা সাৎসল্য পুষ্টি প্রাপ্ত হইয়া স্থায়ী হয়, পণ্ডিতগণ ইহাকেই বৎসলভক্তিরস বলিয়া থাকেন । বাৎসল্যভাব নিষ্কামতার পরাকাষ্ঠী । পিতামাতা সন্তানের কাছে চাহিবেন কি ?—সৰ্ব্বস্ব দিয়াও পিতামাতার সাধ পূর্ণ হয় না । পিতামাতার নিকটে সস্তানেরই সৰ্ব্বদাই আবার,— সৰ্ব্বস্ব দিয়া, সৰ্ব্বশক্তির সংযোগ করিয়া সন্তান লালনপালন করেন, তথাপি পিতামাতার সাধ পূরে না। সন্তানের জন্ত পিতামাত সহস্রবার আত্মত্যাগ করিতে পারেন। আপনি উপবাসী থাকিয়া সস্তানের উদর পূর্ণ করেন, আপনি ছিন্নবস্ত্র পরিয়া সস্তানকে নববস্ত্রে সুসজ্জিত করেন, আপনি রোগশয্যায় পড়িয়া সস্তানের মঙ্গল কামনা করেন,—আশা নাই,আকাঙ্ক্ষ
পাতা:প্রেমিক গুরু.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।