পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী। ناد এই কথা বলিয়া পতিগতহায় ব্রাহ্মণীশম্ভুনাথের পার্শ্বে পরিবর্তন কবিয সম্মুখে বসিলেন । উৰ্দ্ধ মুথ সোজা করিলেন। নাসিকাম্পর্শী মথমণ্ডলাকাবাভ্যন্তরস্থ মুখখানি শম্ভুনাথ ভট্টাচাৰ্য্যকে দেখাইলেন। তিনি দেখিলেন—বলিলেন, বাতাস কবা রাখ। শীঘ্র শীঘ্ৰ ভাত চূড়াই দাও, আজ আমাকে অর্থ চেষ্টার বাহির হইতে হইবে। তাতীত অতিশয় ক্ষুধাতুর হইয়াছি—কাল হইতে পেটে অন্ন নাই। কৃষ্ণায় ছাতি ফাটিয়া যাইতেছে। পাত্রাভ্যন্তরে মুড়ী আছে, আমায় দাও—আর একটু জল দাও । ব্রাহ্মণী বসিয়া রছিলেন । শম্ভুনাথ বসনাভ্যন্তর ইষ্টতে দুটা মূল এবং একটা বেগুণ বাহির করিয়া দিলেন। বলিলেন—বেগুণটা আমায পুড়াই দিও। ( বিরক্ত ভাবে ) একটু জলদাও -বড় কষ্ট হইতেছে। ব্রাহ্মণী স্বতন্ত্র খাব দিয কিঞ্চিৎ খাবারের নিমিত্ত পর্দীর মাব অন্বেষণে দৌড়াইলেন। শম্ভুনাথ বড়ই উদ্যোগী পুরুষ। র্তাহার মুখমিষ্টতার গুণে শুদ্ধ দ্বাদগুন্য গ্রাম মহে—সে অঞ্চলে সকলের নিকট পরিচিত। সে অঞ্চলের ভদ্রলোকেরা তাহাকে পণ্ডিত মহাশয় বলিয়া ডাকিতেন । সাধারণের বিশ্বাস তিনি সৰ্ব্বকৰ্ম্মান্বিত। গরিব কৃষকেরাও র্তাহাকে শ্রদ্ধা সহকারে পণ্ডিত বলিয়৷ ডাকিত ! তত্ত্ব্যতীত অন্যান্য নীচ ব্যবসায়ী লোকেরা তাহার নিকট কবঢ়, মাদুলি এবং প্রায়শ্চিত্তেয় বিধানাদি গ্রহণ করিত। তাহাতে র্তাহার অনেক লাভ। প্রাতাহিক মুলাটা বেগুণটা ইহা পুণ্যফলপ্রস্থত। এক কৃষক গললগ্নকৃতবাষ হইয়া সাশ্রনয়নে কঁাপিতে কঁাপিতে করযোড়ে শম্ভু সমীপে দণ্ডায়মান। শঙ্কু। খবর কি ? *