পাতা:প্রেম-ভিখারিণী.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । ". স্বাদগুস্ত গ্রামে কালীকুমার সান্নালের অট্টালিকা। কালীকুমারের পূৰ্ব্বপুরুষ সম্পত্তিশালী ছিলেন । ধৰ্ম্ম পথে থাকিয়া শত শত মুদ্র। উপার্জন করিয়া, অতুল বিষয় সম্পত্তি করিয়া গিয়াছেন। র্তাহার পূৰ্ব্বপুৰুষ প্রতিষ্ঠিত দেব-মন্দির, ত্রিতল অট্টালিকা, ১•• নম্বরের লাট, ইদানিং তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। 聯 গ্রামের মধ্যে কালীকুমারেব অট্টালিকা স্ববৃহৎ সৰ্ব্বোচ্চ এবং সুরম্য ! দ্বিতল বৈঠকখানা, দেবালয, অতিথিশালা, পূজার দালান, দপ্তরখানা । দ্বারেব দুই পার্শ্বে শান্তরক্ষকদিগের প্রকোষ্ঠ। ইটির সন্মুখে পুষ্পোপ্তান, তাহার মধ্যে দুই চারিট পুরাতন ধুই, রমণ, কববী প্রভৃতির ঝাড় বিরাজমান। সন্মুখ এবং খিড়কি প্রাচীর বেষ্টিত। প্রাচীরের ধারে ধারে প্রাচীন জীর্ণ বৃক্ষসাবি মাঝে মাঝে বহুকালের পুরাতন আম কঁঠালের সজীব তরু বিদ্যমান। কাণীকুমারের ভিতর এবং বহিৰ্ব্বটা সৰ্ব্বদাই জনরবে পরিপূর্ণ। ভিতর মহলে কেবলই গণ্ডগোল। চাকর দাসীদ্বিগের ইকোস্থাকি ডাকাডাকি হৈঃ চৈঃ শব্দে দিগন্তু ব্যাপ্ত। রন্ধনশালায় ব্রাহ্মণ ঠাকুরের ব্যস্ততা, দাস দাসীদিগের বকবকী বাটীর গিল্লির সহিত ইহাদের কথোপকথন । ছোট বালক বালিকাদিগেব আমোদ, গল্প,--কথন উচ্চ হাস্ত। উপহার স্বরূপ একটা আধটা ধমক। বস্তুদিগের অস্পষ্ট ফিসফি শব্দ। ছোট ভায়ের উপর বড় ভাই, বন্ধুদের উপর ননদ, বিয়ের উপর চাকর, চাকরের উপর ব্রাহ্মণ–এবং সকলের উপর গিঠিাকুরাণির কর্তৃত্ব। অন্মর মহল কোলাহলে পরিপূর্ণ। বাটীর প্রাচীনারা ভোরবেলা হইতে বঁটি পাতিয়া কুটন ফুটিতে কুটিতে কেহ পা ছড়াইতেছে, কেহ আলগু ভাঙ্গিতেছে। প্রখর এক বালী বালি ৰাক্ষণের স্থিত এক পাল ফুটা করিয়া-শুনা বড় ঘত্ব করিয়া বাটন বাটীতে বসিল। চাকরের দুপুরবেল পৰ্য্যন্ত জল