প্রেম-ভিখারিণী । ·GI তদবধি নরেন্দ্রর উপর বিধুর ভয়ানক আক্রোশ। কোন উপায়ে নরেন্দ্রকে জবা করিয়া স্বীয় কামনা সুসিদ্ধকরিবে, এই তাহার একমাত্র অভিলাষ। এই নিমিত্ত বিধু বৈশাখে রৌদ্র মস্তকে রাখিয়া ইতস্ততঃ ঘুরিতে থাকে। হরি, বিধুর প্রিয় সহচর, পাঠক মহাশয় হরিনামটি স্মরণ রাখিবেন,—অবত জপ করিতে হইবে না। হরি,— একমাত্র পুত্র। অক্ষবস্তু বিধূকে স্কুল হইতে বহিষ্কৃত করিবার পরে, নরেন্দ্র বালিকাবিস্তালয়ে ঘাইতেন। নরেন্দ্ৰ বুঝিলেন মতিবাৰুদ্বার স্কুলের উন্নতি হইতেছে। দেবেন্দ্রনাথ ইংরাজী স্কুলেরও সমস্ত ভার ইহার উপর অর্পণ করিয়াছেন । দেবেন্দ্রনাথ স্বয়ং এ বিষয়ের তত্ত্ব লইতে অবকাশ পান না। কেন না তাহাকে দুর্ভিক্ষ পীড়িত লোকের তত্ত্বাবধারণ করিবার জঙ্গ ডায়মগুহাৰ্ব্বারে থাকিতে হয়। যাহাৰ্হউক নরেন্দ্র পাঠ্যাবস্থায় যতবার কলিকাতা হইতে দেশে বাইতেন, সৰ্ব্বপ্রথমে বলিক-বিদ্যালয়ে উপস্থিত থাকিয়, যাহাতে বালিকাদিগের পাঠোন্নতি হয়,-যাহাতে তাহার বাল্যকাল হইতে চরিত্রবতী এবং সাংসারিক সুশৃঙ্খলতার পারিপাট্য বন্ধন করিতে পারে ;–এ বিষয়ে তিনি প্রাণপণ ধত্বে উপদেশ প্রদান করিতেন। দৈবচুৰ্ব্বিপাক বশতঃ নরেঞ্জ এক মহাজালে জড়িত হইলেন । বিদ্যালয়ে আসিয়া বালিকাদিগকে পরীক্ষা করিতেন, এবং উত্তীর্ণ বালিকাদিগকে যথোপযুক্ত পুরস্কার প্রদান করিতেন। বালিকাদিগের মধ্যে একটী বালিকা পুরস্কার গ্রহণে অনিচ্ছুক হইতেন। নরেন্দ্ৰ সৰ্ব্বাপেক্ষা বহুমূল্য দ্রব্য সরোজিনীকে দিতে চাহিতেন। সরোজিনী তাহা গ্রহণ করিপ্তেম না। ক্রমে নরেন্দ্র নিকটে দাড়াইলে তাহার মস্তক অবনত হইয় পড়িত। পড়া জিজ্ঞাসা করিলে উত্তর দিতে পারিতেন না । ७कर्शिन माद्रव इखशांब्र भाद्राखिनैौब्र' भूषषनि ७ङ्गठ कब्रिव्र
পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।