পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

еу প্রেম-ভিখারিণী । পৰামর্শ স্তিব করিয়া শেষে কহিল-দেখ, তোমাব মত থাকিলেষ্ট হইল,—তাব পৰ বুঝেচ —সে আমাৰ হাত । কৃতকাৰ্য্য না হই—লে আমারই দুনাম-কৃতকাৰ্য্য হইবে না মনে কর ? বক্ষে তিনবার চপেটাঘাত করিয়া—নিশ্চয! নিশ্চয় ! নিশ্চয়! তোমার পিতার নও লইয়াছি সম্পূর্ণ মত আছে। বিধূব ইহাতে বড় আনন্দ এবং উৎসাহ হইল একটু লাফাইল, একটু কোলাকুলি হইল। বিধু—উৎসাহিত ইয়া হবিকে হাসিতে হাসিতে কছিল একবার ফুৎকাব কর—করিবামাত্র তৎক্ষণাৎ চারি পাচটি বালক এবং যুবক উপস্থিত। তাহাব বিধুর মুখ চাহিব rওযেমান হুইল । বিধু কছিল তোমাদিগকে আমার বলিবার কিছুই নাট—মনভাৰ অর্থগত আছ,—এক্ষণে এইটুকু বলিবাব আছে, উৰ্দ্ধসংখ্যা দুইশক টাকা । একজন কহিল তাহাতে যদি না হয় ? ১ম ব্যক্তি। যত টাকা লাগে আমি দিব । ১য়। তুই পাবি কোথাষ বে শালা ? ম। চুবি করব। ২ষ । আমিও চুবি করিব। * ৪ ধ। বিধুবাবু যাহা বলিবেন তাহাই হইবে—চুৰি কৰিছে ইষ্টবে না । বিধু কহিল তোমাদের মধ্যে দুজনে গিয়া দেখ, দুইশত টাকাপ প্রস্তুত আছে কি না ? তা ছাড়া মেযের গহনা পত্রাদি স্বতন্ত্র দেওঙ্গ খাইবে । রলিবে নগদ দুইশত বোপেয়া । ৪র্থ। বিধুবাবু, অক্ষয়বাবুৰ সহিত কখন সমস্ত পরামর্শ স্থিৰ কুরিলেন ? কিছুই জাদিতে পাৰ্বি নাই—জামি কি কেউ নই। বিধু। অক্ষয়বাবু সানন্মে মৃত্ব দিয়াছেন।