পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

総。 প্রেম-ভিখারিণী । দেবেন্দ্রনাথ জিজ্ঞাসা করিলেন স্কুল, মিটিং প্রভৃতি কেমন চলিতেছে ? নরেন্দ্র । মন নহে। অনেক গুলি ছাত্র হইয়াছে, স্কুলের পরিণাম ভাল হইবে আশা করা যায়। দেবেন্দ্র। ভালই। যে কথা জিজ্ঞাসা করিতেছিলাম,এখন কি গরিব লোকদিগকে চাউল দেওয়া হয় না? কোনরূপ সাহায্য করা হয় না? নরেন্দ্র চুপ করিা রছিলেন। (অনেকক্ষণ পরে) “হয়”। দেবেন্দ্র। তাল, মতিবাবু তোমার সম্বন্ধে কিছু বলিতে লজ্জিত হইলেন কেন ? আমি ত ইহার কারণ বুঝিতে পারিতেছি না । টাকার অভাবে সাহায্য বন্ধ হইয়াছে ? নবুক্স। (অনেকক্ষণ পরে)-"না"। দেবেন্ত্র। আমি যে টাকা পঠাইয়াছিলাম তালঃাইয়াছ ? * নরেন্দ্র। “পাইয়াছি”। দেবেন্দ্র । কত ? नाव्रता । *ञांप्लाझे भङ” । দেবেন্ত্র । সে টাকা এত শীঘ্র কিসে খরচ হইল ? নরেন্দ্র ৷ খরচ হয় নাই”। টাকা গুলি একখানি পুস্তক চাপা ছিল, নরেন্দ্র পুস্তকখানি তুলিয়া কছিলেন—”এই দেখসুন্টু টাক রছিয়াছে”। দেবেঞ্জ। গরিবদিগকে "খিয়াছ কেন ? নরেন্দ্র চুপ করিয়া রছিলেন। .. দেবেন্ত্র। আরও কিছু দিতেছি কাল হইতে রীতিমত বিতরণ आंध्रष्ट करुि ! দেবেন্ত্রনাথ কছিলেন আমার শরীর বড় অনুস্থ হইয়াছে এখন চলিলাম। • 贛