পাতা:প্রেম-রহস্য.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ প্রেম-রহস্ত । o, Á o ন। জগতে যত কিছু বিষয় দেখিতেছি, চিন্তামনি অপেক্ষা মনোনীত আর কিছুই দেখি নাই ; কের্ন, তাহাও জানি না। কোথায় গেলে সেই চিন্তামনিকে পাই, সেই হেতু পাগলিনীর মতন বেড়াইয়া:বেড়াইতেছি। পূর্বে আমি এক পয়সার জন্তে নরহত্যা কুরিয়া আনন্দভোগ করিতাম, এখন কেহ যদি আমায় রাজচক্ৰবৰ্ত্তানী করেন, তাহাতেও আমি আনন্দভোগ করি না। কিন্তু চিন্তামনি দর্শনে আনন্দ অপার, যাহার ওজন সমস্ত পৃথিবীর অপেক্ষ অনন্ত গুণ বেশী, কেন তাহাও জানি না। কপিলমুনি । মা, তোমার নাম কি ? ' পেমী। পেমী । কপিলমুনি। একের লীলা কি অদ্ভুত । মা আমার প্রেমিকLহবে বলিয়া আগে থেকেই পেমী নাম ধারণ করেছে। ছাত্র । সাংখ্যতে সংখ্যা অাছে, কিন্তু গ্রেমেতে সংখ্যা নাই। ম। আমার সাংখ্যযোগ উৰ্ত্তীর্ণ হইযা প্রেমযোগে পড়েছে। মা আমার কখনও পড়ে শুনে নাই। ক্রিয়াযোগ ও জ্ঞানযোগ মার অভাব, তত্ৰাচ আমার মার, স্বভাবসিদ্ধ প্রেমযোগ এত উচ্চ, যাহা মেজে ঘষে দার্শনিকেরও হয় না । কোথা হইতে হয়, প্রেম কি অবস্থাতে হয়, প্রেম কাহার اعیان) সঙ্গে কাহার- হয়, প্রেম কিসের জন্যে হয়, ইহা প্রেমিক প্রেমিকদেরও সংখ্যা করিবার অভাব হয় । সেইহেতু জগতে সকূল মানবে প্রেমধেীগের রহস্ত আবিষ্কার করিতে অভাখ