পাতা:প্রেম-রহস্য.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@8 c७थम-द्भहै । o - দৈর স্থাপ্রয় দিত। প্রাতঃকালে শখ ও ঘন্টার রবে প্রত্যং তাঁরট নিনাদিত হইত। গ্রামবাসীদিগের প্রাতঃস্নানের ফল ও যোগ দিভ৭ সন্ধুদেশে যাতায়াতের কারণ বালরবির মতুন সকলে আনন্দিত। নানামূৰ্ত্তি নানাভাবে তীরে অবস্থিতি করিবার কারণ নৰ্ম্মদ কুলের দৃশ্যের অভাব হয় নাই রাস্ত, হাট, ৰাজার, টােল, ঔষধালয়, রোগীগৃহ ও চত্বর গওগ্রামের ভিতরের শোভা ছিল, এবং স্থানে স্থানে প্রয়র নিৰ্ম্মিত বাসস্থানও ছিল। প্লেমী পাগলিনী চিন্তামনির অন্বেষণে ঘুরিতে ঘুরিতে গণ্ডগ্রামে আসিয়া উপস্থিত হইল, এবং তীরের বটবৃক্ষের তল্লে আশ্রয় লইল। পেমীর দৃশ্য-উপরে মলিন, কিন্তু অস্তরে নিৰ্ম্মল ছিল । গওগ্রামবাসীদিগের সহিত বিপরীত ভাব থাকিবার কারণ গণ্ডগ্রামবাসীরা পেমীকে বন্ধ-পাগলিনী বলিয়া লইল ।. ছোট ছোট বালক বালিকার লইবে, তার আর আশ্চৰ্য্য কি ? বালক বালিকারা দূৰ হইতে অন্ধুত্ব দৃশ্যকে অদ্ভুত রকমে দৈখিতে লাগিল। উহাদিগের ভিতর ভয়ানক ঠোঠেলি স্বরু হইল, কারণ কেহই সাহস করিয়া নিকটে যাইতে পারে না। বহুক্ষণের পর একটা বালক অতি সাবধানে আস্তে আস্তে পা টিপে টিপে গেমীর পিছনদিক দিয়া যাইয়া, অঞ্চল টানিয়া পিছনে পুনর্দৃষ্টি না করিয়া, একবারে দৌড়িয়া, দলের ভিত্তর. আসিয়া হাপ ছাড়িল। অন্য বালক বালিকারা তাকে কঙ্ক কি বলিতে লাগিল। . তুই ভয়ে না অঞ্চল টেনে পলাইরী