পাতা:প্রেম-রহস্য.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-রহস্ত । את . মারিতে"নিষেধ করিয়া দিল । পেমীও উহাদের হস্ত হইতে রক্ষা পাইল । • বালক বালিকার কেন পাগলিনীর উপর অত্যাচার করে, বোধ হয় বালক বালিকার স্নেহে জগৎ আছে। বালক বালিকার স্নেহের আস্থান হয়। যদি সকলে মায়াত্যাগ করিয়া পাগল পাগলিনী হইত তাহু হইলে উহাদের ভরণ পোষণ কেঁ করিত ? ইহার কারণ বোধ হয় এক উহাদের উপর কৃপা করিয়া স্বভাব সিদ্ধ জ্ঞান দিয়াছেন, যাহাতে বালক বালিকাদের অনিষ্ট আছে, তাহা উহার কোন প্রকারে •চায় না। যাহারা ঘোর সংসারী ও মায়াবী তাহাদের বালক বালিকারা অত্যন্ত ভালবাসে, बांशुज्ञा সংসারত্যাগী ও মায়াবিহীন তাদের উহার চায় না। i "বালক বালিকাদিগের মতন অজ্ঞানী আর দ্বিতীয় নাই। ইহার কারণ উহার জ্ঞানীকে চায় না। কাক উলুককে চায় না, উলুক কাককে চাঁয় না । কাক গোলমাল ভালবাসে, উলুক নিরালা ভালবাসে । কাকের মূৰ্ত্তি অস্থির হয়, উলুকের মূৰ্ত্তি স্থির হয়। কাক দিনে আনন্দভোগ করে, উলুক রাত্রে জানন্দ ভোগ করে। কাক বলিভোগী, উলুক অনুচ্ছিষ্ট ভোগী1. কাক যমের কিঙ্কর, উলুক লক্ষীর বাহন । , ইহাদের পরস্পরের বিপরীত ভাবের কারণ বোধ হয়, কেহু, কাহাকে, চায় না। যেমন, জ্ঞানী অজ্ঞানীকে চায় না,